SSC মামলায় সর্বস্ব হারিয়েছেন ২৬০০০! ৩০ তারিখ আরও ৫৯ হাজার মানুষের চাকরি যাবে? তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ গত সোমবারই এসএসসি নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্টের বিচারপতি (Calcutta High Court) দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। যার জেরে এক ধাক্কায় ২৫৭৫৩ জন চাকরিহারা হয়েছেন। এই নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। অন্যদিকে এরই মাঝে আরও ৫৯ হাজার চাকরি যাবে বলে শোরগোল ফেলে দিলেন বিজেপি বিধায়ক (Bjp Mla)। যা নিয়ে নতুন করে চৰ্চা শুরু হয়েছে।

প্রসঙ্গত, হাইকোর্টের রায়ে যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে অধিকাংশই যোগ্য। অযোগ্যদের খুঁজে বের করতে গিয়ে এতজনের চাকরি চলে যাওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে। বড়সড় প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা। রায়দান করতে গিয়ে হাইকোর্ট জানিয়েছিল SSC কোনও ভাবেই আদালতকে সহযোগিতা করে নি। যদিও সেই অভিযোগ খারিজ করেছেন কমিশনের চেয়ারম্যান। এই জটিলতার মাঝেই বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিস্ফোরক দাবি, খুব শীঘ্রই আরও প্রায় ৬০ হাজার চাকরি যাবে।

বুধবার ওন্দার রতনপুরে এক দলীয় সভায় যোগ দিয়েছেন বিধায়ক অমরনাথ শাখা। সেখানে দাঁড়িয়েই তিনি বলেন, ”৩০ তারিখ আসছে। আরও ৫৯ হাজার মানুষের চাকরি যাবে, বাকিটা সময়ের অপেক্ষা।” প্রসঙ্গত, গত সোমবার হাইকোর্টের রায়ের একদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে ‘বোমা ফাটবে’। আর তারপরই হাইকোর্ট চাকরি বাতিলের রায় দেওয়ায় এর মধ্যে রাজনীতির রঙ দেখছে তৃণমূল।

onda

এই নিয়ে বৃহস্পতিবার তমলুকে দাঁড়িয়ে শুভেন্দুকে নিশানা করে মমতা বলেন, ‘রায় বেরনোর আগে কী করে জানলে? রায় কি তুমি লিখে দিয়েছিলে? নাকি বিজেপির পার্টি অফিস থেকে রায় লিখে দেওয়া হয়েছিল?’ একই ইস্যুতে তোপ দেগেছেন অভিষেকও। হাইকোর্টের রায়দানের পরই মমতা বলেন, ‘এরা আদালত কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না। সিবিআই, বিএসএফকে কিনে নিয়েছে’।

আরও পড়ুন: ‘আগেও সতর্ক করেছে…’, এবার মমতার বিরুদ্ধে বিরাট নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির

ভরা সভায় দাঁড়িয়ে কোনও বিচারপতির নাম না নিয়েই মুুখ্যমন্ত্রী বলেন, “বিচারপতি নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু রায়দান নিয়ে বলার অধিকার রয়েছে। এই রায় এক তরফা।” কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। নিয়োগ বাতিলের রায়কে ‘বেআইনি’ বলেও চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী। হাইকোর্টের রায় প্রভাবিত বলে গেরুয়া শিবিরকেও তোপ দেগেছেন মমতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর