বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে কার্যত জর্জরিত সকলেই। এমনকি, বৃষ্টির অপ্রতুলতা যেন আরও বহুগুণ কঠিন করে তুলেছে পরিস্থিতি। এমতাবস্থায়, গরমের হাত থেকে বাঁচতে অভিনব এক উপায় সামনে নিয়ে এল এক সংস্থা। জানা গিয়েছে যে, এবার বাড়ির ছাদে বিশেষ রং লাগালে তীব্র দাবদাহ থেকে আশ্চর্যজনক ভাবে মুক্তি মিলবে।
এমনকি, ওই রং প্রস্তুতকারী সংস্থা সূত্রে দাবি করা হয়েছে যে, এর ফলে বাড়ির তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনায়াসেই কমে যেতে পারে। মূলত, এই বিশেষ পণ্যটি “মেক ইন ইন্ডিয়া”-র অধীনে গাজিয়াবাদের একটি কোম্পানি তৈরি করেছে। গত শনিবার শারদা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত বিজনেস মিট সহ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (আইআইএ) আয়োজিত একটি প্রদর্শনীতে কোম্পানিটি এই পণ্য প্রদর্শন করেছে।
এই প্রসঙ্গে গাজিয়াবাদের বিনায়ক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা মোহিত আগরওয়াল জানিয়েছেন যে, তাঁর কোম্পানি “মেক ইন ইন্ডিয়া”-র অধীনে “সামার সিল” পেইন্ট তৈরি করেছে। পাশাপাশি, ওই প্রদর্শনীতে তিনি একটি বাল্ব লাগিয়ে একটি প্রকোষ্ঠে সূর্যালোকের মতো তাপ সৃষ্টি করেন। পাশাপাশি, একটি সাধারণ পাথর এবং রং করা পাথরের তাপমাত্রাও দেখানো হয় সেখানে। দেখা যায়, যেখানে সাধারণ পাথরে তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি, সেখানে, ওই বিশেষ রং করা পাথরের তাপমাত্রা ছিল মাত্র ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
লোহার পাতের তাপমাত্রাও আট ডিগ্রি কমতে পারে বলে দাবি করা হয়েছে:
পাশাপাশি, ওই সংস্থার ডেমোতে সাধারণ লোহার পাত ও রং করা পাতের মধ্যে প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পার্থক্য পরিলক্ষিত হবে বলে দাবি করা হয়। এই প্রসঙ্গে মোহিত বলেন, “এটি শুধুমাত্র ঘরবাড়ি ও কারখানার শেডের ছাদের কাজে ব্যবহৃত হয়। এই সাদা রঙের পেইন্টের দাম প্রতি বর্গফুটে প্রায় ১৮ টাকা। পাশাপাশি এই রং প্রায় ৭ থেকে ৮ বছর যাবৎ স্থায়ী হয়।”
এছাড়াও, এই অনবদ্য উদ্ভাবনের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই উদ্যোক্তা পুরস্কারে ভূষিত হয়েছে। এদিকে, আইআইএ এবং শারদা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এদিন একটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। যেখানে শারদা বিশ্ববিদ্যালয়ের পাস করা শিক্ষার্থীদের আইআইএ-এর সাথে যুক্ত উদ্যোক্তাদের ইউনিটে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
উদ্যোক্তারা এক প্লাটফর্মে এসে ব্যবসার অংশীদার হবেন:
এই প্রসঙ্গে ভারতীয় শিল্প সমিতির সিনিয়র ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নীরজ সিংগাল বলেছেন যে, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল সমস্ত উদ্যোক্তাদের এক প্ল্যাটফর্মে এনে ব্যবসা বৃদ্ধি করা। পাশাপাশি, তিনি আরও বলেন, বর্তমানে সারা দেশের প্রায় দশ হাজার উদ্যোক্তা আইআইএর সদস্য রয়েছেন।
এদিকে, ওই প্রদর্শনীতে সংগঠনের জাতীয় সহ-সভাপতি রাজীব বনসালের পাশাপাশি গ্রেটার নয়ডার চেয়ারম্যান বিশারদ গৌতম ও গ্রেটার নয়ডার ভাইস চেয়ারম্যান জেড আর রহমান সহ প্রমুখরা উপস্থিত ছিলেন।