বাংলাহান্ট ডেস্ক: সলমন খান (Salman Khan) বলতে এখনো পাগল মহিলা মহল। ষাটের দোরগোড়ায় দাঁড়িয়েও তাঁর আবেদন আগের মতোই। শার্ট খুলে বাইসেপ ফোলালে হৃদয়ে দোলা লাগে অনেক মেয়েরই। কিন্তু ভাইজান ‘ভিনদেশি তারা’র মতোই। অন্য পাড়ায় বাড়ি তাঁর। শখ ষোলো আনা হলেও ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণ আর কজনের হয়?
তবে ‘উত্তরপ্রদেশের সলমন’কে (Uttar Pradesh Salman Khan) কিন্তু আপনি চাইলেই ছুঁতে পারেন। তাঁরও ফ্যান ফলোয়িং মন্দ নয়। কিন্তু সাধারণের ধরাছোঁয়ার মধ্যেই। বলিউডের ভাইজানের সঙ্গে তাঁর আরো একটি বিষয়ে মিলও আছে। দুজনেই জেলের হাওয়া খেয়েছেন। রাস্তা আটকে রিলস বানানোর জন্য সম্প্রতি গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের সলমনকে।
এখন প্রশ্ন, এই উত্তরপ্রদেশের সলমনটা কে? তিনি হলেন বলিউড ইন্ডাস্ট্রির আসল সলমনের নকল বা কপি। বাহ্যিক গঠন তারকাদের মতো হলে অনেকেই তাঁদের মতো বেশভূষা করে জনপ্রিয় হন। নকল শাহরুখ খান, নকল আলিয়া ভাট, নকল ক্যাটরিনা কাইফদের কথা শুনেছেন, চোখেও দেখেছেন অনেকে। ইনিও তাঁদেরই মতো একজন।
ভাল নাম অবশ্য একটা রয়েছে তাঁর, আজম আনসারি। তবে উত্তরপ্রদেশের সলমন নামেই বেশি জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামে ৭৭ হাজারেরও বেশি ফলোয়ারস রয়েছে তাঁর। মূলত সলমনের বিভিন্ন সিনেমার চরিত্রদের মতো সাজপোশাক পরে মাঝ রাস্তায় ভিডিও বানান তিনি।
https://www.instagram.com/reel/CdR8GR8J4no/?igshid=YmMyMTA2M2Y=
রবিবার দিনও করছিলেন তেমনটাই। ক্লক টাওয়ারের সামনে ভিডিও বানাচ্ছিলেন তিনি। তাঁকে দেখা মাত্রই ভিড় জমে যায় রাস্তায়। ফলতঃ আটকে পড়ে যানবাহন। একাধিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঠাকুরগঞ্জ থানার পুলিস। ভিডিও বানানোর জন্য যানজট সৃষ্টি করা আর প্রকাশ্য রাস্তায় ধূমপান করার জন্য আজম আনসারিকে গ্রেফতার করে পুলিস।
https://www.instagram.com/reel/CdM0i2Up1D6/?igshid=YmMyMTA2M2Y=
নেটপাড়ায় ভালোই পরিচিতি রয়েছে আজম আনসারির। সলমনের নাচ থেকে শুরু করে হাঁটার স্টাইলও নকল করেন তিনি। ইউটিউবে ১.৬৭ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে আজমের। তবে এই বিপত্তির জেরে কবে তিনি ছাড়া পাবেন তা জানা যায়নি।
‘আমাকে তাড়িয়ে…’ মদন মিত্রের পর এবার শুভেন্দু! তৃণমূল নিয়ে বিস্ফোরক অভিযোগ