বাংলা হান্ট ডেস্কঃ অর্থনৈতিক সংকটের কারণে বর্তমানে শ্রীলঙ্কা দেশের হাল ক্রমশই তলানিতে গিয়ে ঠেকেছে। এর মাঝেই এদিন স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর রটে যায় যে, সারা দেশ জুড়ে চলা জরুরি অবস্থার মাঝেই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে নিজের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। তবে তার আগে এদিন এক ঘটনায় গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
সম্প্রতি দেশের খাদ্য এবং বিদ্যুৎ সংকট মাঝেই সরকার পক্ষের ইস্তফার দাবিতে প্রেসিডেন্ট রাজাপক্ষের বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে থাকে একদল মানুষ আর তারপরেই সরকার পক্ষের কিছু কর্মী মিলে তাদের ওপর হামলারত হয়। বর্তমানে এই ঘটনার দরুন শাসক দলের এক সাংসদের মৃত্যুর খবর সামনে এসেছে এবং এছাড়াও 78 জন শ্রীলঙ্কাবাসী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
সাংসদ অমরকীর্তি আথুকোরালার মৃতদেহ উদ্ধার করার পরই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে সমগ্র এলাকা জুড়ে সেনা মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে শ্রীলঙ্কার পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, গোটা শহর জুড়ে পুলিশ এবং সেনা মোতায়েন করা হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জরুরি অবস্থা কায়েম থাকবে।
প্রসঙ্গত, এদিন সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ইস্তফা দেওয়ার খবর সর্বসমক্ষে আসে। বিগত বেশ কয়েক মাস ধরেই শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট ভয়ঙ্কর রূপ ধারণ করে চলেছে। জ্বালানি, তেল, রান্নার গ্যাস সহ একাধিক মূল্যবান জিনিসের দাম বাড়ার ফলে খাদ্য সংকটের মুখোমুখি হয়ে পড়ে দেশের জনগণ। এছাড়াও বিদ্যুৎ সংকট মাঝে ক্ষুব্ধ জনতা বহুদিন ধরেই প্রধানমন্ত্রী ইস্তফার দাবিতে আন্দোলন করতে থাকে। এই আন্দোলন মাঝেই শ্রীলঙ্কার গোটা মন্ত্রীসভা ইস্তফা দিলেও নিজের পদ কোনোমতেই ছাড়তে রাজি হন না রাজাপক্ষে। উল্টে আন্দোলনকারীদের থামানোর উদ্দেশ্য পুলিশ ও সেনা জওয়ানকে সর্বোচ্চ শক্তি প্রদান করার পাশাপাশি গত মাসে গোটা দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।
পরবর্তীতে, পুনরায় মে মাসের প্রথম দিকে দ্বিতীয় বারের জন্য দেশে কারফিউ ঘোষণা করে সরকার। কিন্তু তাতে মানুষের ক্ষোভ দমানো যায়নি। আর এবার এই আন্দোলন মাঝেই শেষপর্যন্ত নিজের পদ ছাড়তে বাধ্য হলেন মাহিন্দা রাজাপক্ষ।