বাংলাহান্ট ডেস্ক: এদেশের তরুণ প্রজন্ম নিজেদের ইতিহাসটাই ভালো করে জানতে পারছে না। পাঠ্যবইতে যেটুকু ইতিহাস রয়েছে তা যথেষ্ট নয় বলে দাবি অক্ষয় কুমারের (Akshay Kumar)। ভারতের মহান বীর সম্রাট পৃথ্বীরাজ চৌহানের (Prithviraj Chauhan) ব্যাপারে আরো বেশি করে জানা উচিত নতুন প্রজন্মকে। পাঠক্রমে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করেন অভিনেতা।
তিনি নিজে পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করেছেন। আর সেটা করতে গিয়েই আরো গভীর ভাবে চিনেছেন বীর যোদ্ধাকে। বুঝেছেন তিনি কতটা সাহসী ছিলেন। কিন্তু পড়ুয়াদের যেটুকু শেখানো হয় তাতে পৃথ্বীরাজের জীবনের অনেক কিছুই অজানা থেকে যায়, আক্ষেপ করেছেন অক্ষয়।
সম্প্রতি ‘পৃথ্বীরাজ’ এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন অক্ষয়। সেখানে তিনি বলেন, দীর্ঘ ত্রিশ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। কিন্তু ইতিহাস ভিত্তিক কোনো ছবি যে এত বড় মাপে তৈরি হতে পারে তা এত বছরে কোনোদিন দেখেননি অক্ষয়। তাঁর কথায়, “পৃথ্বীরাজ চরিত্রটিতে অভিনয় করার পর নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। আমি পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী এবং আদিত্য চোপড়াকে ধন্যবাদ জানাতে চাই।”
অক্ষয় আরো জানান, চিত্রনাট্যে যতটা দেওয়া ছিল তার থেকেও বেশি করে পৃথ্বীরাজ চৌহানকে জানার জন্য একটি বই পড়েছিলেন তিনি। ছবির পরিচালক তাঁকে দিয়েছিলেন বইটি পড়ার জন্য। সেটা পড়ার পরেই তিনি বুঝতে পারেন কত বড় মাপের যোদ্ধা ছিলেন পৃথ্বীরাজ চৌহান।
অক্ষয়ের আক্ষেপ, “এখনকার ইতিহাস বইতে পৃথ্বীরাজ চৌহানের উপরে শুধু একটাই অধ্যায় রয়েছে। এটা সত্যিই দুঃখজনক। প্রত্যেক শিশুর জানা উচিত পৃথ্বীরাজ চৌহান ও তাঁর বীরত্ব সম্পর্কে।” তিনি সরকারের কাছেও অনুরোধ করেন, প্রতিটি স্কুলে এই শিক্ষামূলক ছবিটি দেখানোর। ভারতের ইতিহাস সবাইকে জানানোর।
প্রসঙ্গত, কবি চাঁদ বরদাইয়ের গ্রন্থ পৃথ্বীরাজ রাসো থেকে অনুপ্রাণিত হয়েই এই ছবি তৈরি বলে জানান পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী মনুষী ছিল্লর। আগামী ৩ রা জুন মুক্তি পেতে চলেছে পৃথ্বীরাজ।