IPL 2022-র প্লে অফ নিশ্চিত গুজরাটের, বাকি তিনটি জায়গায় ৮ দলের মধ্যে কারা পাবেন স্থান?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জমে উঠেছে আইপিএল ২০২২। মুম্বাই ইন্ডিয়ান্স বাদে প্রতিটি দলই এখনও প্লে অফের লড়াইয়ে রয়েছে। মুম্বাই বাদে বাকি দলগুলির মধ্যে থেকে একমাত্র গুজরাট টাইটান্সই প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তাদের প্লে অফ খেলা একপ্রকার নিশ্চিত। বাকি দুটি ম্যাচে হারলেও তাদের কিছু যাবে আসবে না। তবে লিগ শীর্ষে থাকা নিশ্চিত করতে দুটি ম্যাচেই জিততে চাইবে তারা। তাহলে প্লে অফে ফাইনালে ওঠার দু দুটো সুযোগ পাবেন হার্দিক পান্ডিয়ারা।

এই মুহূর্তে তাদের পেছনেই রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। তাদের প্লে অফে ওঠা প্রায় নিশ্চিত। এই মুহূর্তে তাদের পয়েন্ট ১৬। হাতে থাকা দুটি ম্যাচের মধ্যে থেকে একটি ম্যাচ জিতলেই প্লে অফের দরজা খুলে যাবে। তবে সেই দুটি ম্যাচে হারলেও প্লে অফে যেতে পারে তারা। সেক্ষেত্রে দেখতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে এবং রাজস্থান রয়্যালস তাদের টপকে ওপরে উঠে গেলেও সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের মধ্যে যেন কেউ তাদের হাতে থাকা ৩ টি ম্যাচ না জেতে। তাদের ঠিক পেছনেই রয়েছে রাজস্থান রয়্যালস। প্রতিবেদনটি লেখার সময় তাদের পয়েন্ট সংখ্যা ১৪। এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নেমেছেন তারা। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের পাশাপাশি লখনউয়ের চিন্তাও কিছুটা কমিয়ে দেবেন তারা।

ipl captains

 

এরপরে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নেওয়া আরসিবিকে প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে অন্তত একটি ম্যাচে জিততেই হবে। তারা যদি দুটি ম্যাচেই হারে তবে খুব ক্ষীণ সুযোগ থাকলেও বেকায়দায় পরে যাবেন কোহলিরা। কারণ তাদের রানরেটের অবস্থা খুব খারাপ। তারপরে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে একসাথে রয়েছে তিনটি দল। এদের মধ্যে থেকে একটির বেশি দল প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারবে না। তাদের অঙ্ক তুলনামূলক সহজ। নিজেদের হাতে থাকা সবকটি ম্যাচ জিততে হবে এবং প্রার্থনা করতে হবে আরসিবি যাতে কোনও ম্যাচ না জেতে আর জিতলেও যেন একটার বেশি না জেতে এবং খুব বড় ব্যবধানে না জিততে পারে।

বাকি থাকা চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের কাছে অঙ্ক খুবই জটিল। নিজেদের সবকটি ম্যাচ জেতার পাশাপাশি তাদের প্রার্থনা করতে হবে যাতে আরসিবি কোনোভাবেই আর একটিও ম্যাচ না জিততে পারে। সেইসঙ্গে আশা করতে হবে যে এসআরএইচ, পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস যেন দুটির বেশি ম্যাচ কোনওভাবেই না জিততে পারে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর