বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ‘হটেস্ট কাপল’ রণবীর সিং (Ranveer Singh) ও দীপিকা পাডুকোন (Deepika Padukone)। একাধিক সম্পর্কে জড়ানোর পর শেষমেষ একে অন্যের মধ্যেই পারফেক্ট জীবনসঙ্গী দুজনে। আর তাঁদের প্রেমে অনুঘটকের মতো কাজ করেছিল ‘গোলিয়ো কি রাসলীলা রামলীলা’ ছবিটি। বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে আদৌ অভিনয় করতেই হয়নি দুজনকে!
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, কোনো একটি দৃশ্য যেটা শেষ হয়ে যাওয়ার পরেও এখনো তাঁর মনে রয়ে গিয়েছে। উত্তরে অভিনেতা জানান, দীপিকার সঙ্গে করা একটি দৃশ্য এখনো ভুলতে পারেননি তিনি। যদিও সে সময়ে দীপিকা তাঁর সহ অভিনেত্রী ছিলেন শুধু।
রামলীলা ছবিতে একটি লিপ লকের দৃশ্য ছিল রণবীর দীপিকার মধ্যে। দৃশ্যটা এতটাই বাস্তব ছিল যে দর্শকরা এখনো মনে রেখে দিয়েছেন সেটি। যদিও পরে জানা গিয়েছিল, আদৌ কোনো অভিনয় করতেই হয়নি রণবীর দীপিকাকে। একে অপরের মধ্যে কার্যত হারিয়ে গিয়েছিলেন তাঁরা। এমনকি একটি ইঁট এসে পড়াতেও ঘোর কাটেনি দুজনের।
ঘটনাটি মনে করে হাসি খেলে যায় রণবীরের মুখে। তিনি বলেন, “বনশালির ছবিতে সবকিছুই সত্যি সত্যি করা হয়। ভিস্যুয়াল এফেক্ট খুব কম থাকে। আমি আর দীপিকা একটা বিছানার উপরে বসে লিপ লকের দৃশ্যটা শুট করছিলাম। হঠাৎ করেই জানলার কাঁচ ভেঙে একটা ইঁট উড়ে এসে পড়ে। সবকিছু ভেঙে চুরমার। কিন্তু আমরা তখনো চুম্বন করেই চলেছি। বনশালি তখনি বুঝে গিয়েছিলেন সবটা।”
এর আগেও রণবীর ও দীপিকার প্রেমের কথা বলতে গিয়ে ‘রামলীলা’ ছবির এক টিম সদস্য জানিয়েছিলেন, তাঁদের মনে হয়েছিল দুজনের মধ্যে কোনো ব্যাপার রয়েছে। কিন্তু ‘অঙ্গ লাগা দে রে’ গানের সময়েই তা পুরোপুরি স্পষ্ট হয়ে যায়।
গানে দুজনের চুম্বন দৃশ্য এখনো কেউই ভুলতে পারেনি। সেই শুটিং সেট থেকেই শুরু দুজনের প্রেম। একসঙ্গে খাবার খাওয়া থেকে শুটিং না থাকলে ভ্যানিটি ভ্যানে নিভৃতে সময় কাটানো, সবটাই চোখে পড়েছিল সকলের। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল রামলীলা এবং ২০১৮ তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর দীপিকা।