‘পিসি ভাইপোর জন্মই মিথ্যা লগ্নে, সবটাই ভুয়ো’, হাওড়ার মিছিল থেকে বিস্ফোরক শুভেন্দু

বাংলাহান্ট ডেস্ক : বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব বিজেপি। এবার বাংলার গণতন্ত্র বাঁচাতে পথে নামল গেরুয়া শিবির। বুধবার হাওড়ার কদমতলা বাসস্ট্যান্ড থেকে হাওড়া ময়দান অবধি দেড় কিলোমিটার চলে মিছিল। এই মিছিলের নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। আর এই মিছিলেই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে।

বুধবারের এই মিছিলে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘পিসি-ভাইপো দু’জনেই মিথ্যে লগ্নে জন্মেছে ৷ ওদের ডিগ্রিও ভুয়ো।’ এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘রাজ্যের মানুষ জানতে চায় রুচিরা নারুলা ম্যাডাম কে ? কেনই বা এঁদের থাইল্যান্ড অ্যাকাউন্টে প্রতিমাসে টাকা জমা পড়ে।’ একই সঙ্গে শুভেন্দু বলেন, ‘২০২৪ এ লোকসভা বিধানসভা ভোট একই সঙ্গে হবে। তৃণমূল সাফ হয়ে যাবে। আমরা হিংসামুক্ত রাজনীতি চাই।’

শুধু হাওড়াই নয়, একই দাবিতে দুর্গাপুর এবং বাঁকুড়াতেও মিছিল করে বিজেপি। দুর্গাপুরের মিছিলে একই সঙ্গে হাঁটতে দেখা যায় সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে। দুর্গাপুরে কোকওভেন থানার সামনে থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শ্যামপুকুর মোড়ে। এই মিছিলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘রাজ্যজুড়ে খুন, সন্ত্রাস, তোলাবাজি চলছে। শিল্প নেই। লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে। একের পর এক আমাদের লোক খুন হচ্ছে।’ অন্যদিকে বাঁকুড়ায় মিছিলের নেতৃত্বে ছিলেন বাঁকুড়া ও বিষ্ণুপুরের দুই সাংসদ সুভাষ সরকার এবং সৌমিত্র খাঁ।

যদিও বিজেপির এই অভিযোগ মানতে মোটেই রাজি নয় তৃণমূল। তৃণমূল বিধায়ক তথা মুখপাত্র তাপস রায়ের দাবি, ‘প্রাসঙ্গিকতা হারিয়ে রাজনীতিতে ভেসে থাকার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিজেপি কোনওদিনই ঐক্যবদ্ধ হতে পারবে না। মতানৈক্য প্রতিনিয়ত স্পষ্ট হচ্ছে দলের অন্দরেই। ভাই ভেসে থাকতে মাঝে মধ্যে অনেক কিছুই করতে হয়।’ যদিও পর্যবেক্ষক মহলের দাবি, সামনের পঞ্চায়েত ভোটকেই পাখির চোখ করেছে বিজেপি। সেই মতই সরাসরি মাঠে নেমে লড়ার প্রস্তুতি নিচ্ছে তারা।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর