SBI গ্রাহকদের জন্য দারুণ খবর, একলাফে সুদের হার অনেকটাই বাড়াল ব্যাঙ্ক!

বাংলাহান্ট: ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন আনলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। নতুন অর্থনৈতিক বছর শুরু হওয়ার প্রায় ১ মাস পরে চোখে পড়ছে এমনটাই। যদিও পরিবর্তনটি গ্রাহকদের জন্যে সুখের, কারণ বাড়লো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এর ফিক্সেড ডিপোজিট এ সুদের হার। দু’কোটি টাকা বা তার বেশি অর্থের ঘরোয়া টার্ম ডিপোজিট যদি হয়, সেই ক্ষেত্রে সুদের হার বেড়ে গেলো ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। যে সুদের হার গত পরশু (১০ মে) থেকেই কার্যকর হয়েছে।

এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ৭ থেকে ৪৫ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ৪৬ দিন থেকে ১৪৯ দিনের মেয়াদের টার্ম ডিপোজিটে সুদের হার বেড়েছে ৫০ বেসিস পয়েন্ট। ১৮০ দিন থেকে ২১০ দিনের কম মেয়াদে যদি টাকা রাখেন তাহলে ৩.৫ শতাংশ হারে সুদ পাবেন।

আবার এক বছর থেকে দু’বছরের আগেই ম্যাচিওর হওয়া এফডি সুদের হার ৩.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করা হয়েছে। একইভাবে দু’বছর থেকে তিন বছরের কম মেয়াদে সুদের হার ৩.৬ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪.২৫ শতাংশ। তিন বছর থেকে পাঁচ বছরের কম এবং পাঁচ বছর থেকে ১০ বছরের মেয়াদে সুদের হার বাড়ল ৪.৫ শতাংশ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘরোয়া টার্ম ডিপোজিটে
সুদের হার দেখে নেওয়া যাক এক নজরে:

* ১) ৭ দিন থেকে ৪৫ দিন: ৩ শতাংশ।
* ২) ৪৬ দিন থেকে ১৭৯ দিন: ৩.৫ শতাংশ।
* ৩) ১৮০ দিন থেকে ২১০ দিন: ৩.৫ শতাংশ।
* ৪) ২১১ দিন থেকে ১ বছরের কম: ৩.৭৫ শতাংশ।
* ৫) ১ বছর থেকে ২ বছরের কম: ৪ শতাংশ।
* ৬) ২ বছর থেকে ৩ বছরের কম: ৪.২৫ শতাংশ।
* ৭) ৩ বছর থেকে ৫ বছরের কম: ৪.৫ শতাংশ।
* ৮) ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত: ৪.৫ শতাংশ হয়েছে। যা আগে ছিল ৩.৬ শতাংশ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর