বাংলা হান্ট ডেস্ক: নগদ লেনদেনের নিয়মের ক্ষেত্রে এবার বিরাট পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত সব অ্যাকাউন্ট মিলিয়ে বার্ষিক লেনদেনে কোনো প্যান বা আধার বাধ্যতামূলক ছিল না। কিন্তু, এবার ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ক্ষেত্রে বছরে কুড়ি লক্ষ টাকা বা তার বেশি নগদ লেনদেনের (অর্থাৎ জমা ও তোলা) ক্ষেত্রে প্যান অথবা আধার কার্ডের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
জানা গিয়েছে যে, সিবিডিটির (CBDT) পক্ষ থেকে আয়কর আইনের অধীনেই এই নতুন নিয়ম তৈরি হয়েছে। পাশাপাশি, আগামী ২৬ মে থেকেই নতুন এই নিয়ম লাগু হতে চলেছে। মূলত, এই নিয়মের মাধ্যমে সরকার এবার ২০ লক্ষ টাকার বেশির লেনদেনের ক্ষেত্রে তার হিসেব রাখবে।
এদিকে, পূর্বের নিয়ম অনুযায়ী, একটি অ্যাকাউন্টে বার্ষিক লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থের থেকে বেশি লেনদেন করলে সেক্ষেত্রে প্যান কার্ড লাগলেও কারও একাধিক অ্যাকাউন্ট থাকলে তাঁর সব লেনদেনের উপর নজরদারির কোনোরকম ব্যবস্থা ছিল না। কিন্তু, নতুন এই নিয়মের ফলে তা সংযুক্ত হল।
যার ফলে, এক অর্থবর্ষে কর্পোরেট হোক কিংবা সমবায়ের মতো কোনো ব্যাঙ্ক, এমনকি পোস্ট অফিসের ক্ষেত্রেও এবার থেকে এক বা একাধিক অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা নগদ জমা বা নগদ তোলা, দুই ক্ষেত্রেই প্যান বা আধারের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।
নতুন এই নিয়মের কারণ:
মূলত, কেন্দ্রীয় সরকার বেশ কিছুদিন ধরেই দেশজুড়ে করদাতাদের সংখ্যা বাড়াতে চাইছে। যে কারণে রোজগার বেশি হওয়া সত্বেও যাঁরা আয়করের আওতায় নেই, তাঁদের লেনদেনের হিসাব রাখতে চাইছে সরকার। আর ওই কারণকে সামনে রেখেই এবার ২০ লক্ষ টাকার বেশি সমস্ত লেনদেনের ক্ষেত্রে আধার এবং প্যান কার্ড বাধ্যতামূলক করতে চাইছে কেন্দ্র।
এই নিয়মের সুবিধা:
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, ২০ লক্ষ টাকার বেশি আর্থিক লেনদেনে প্যান ও আধার কার্ড বাধ্যতামূলক করা হলে, নগদে লেনদেনের প্রবণতা অনেকটাই কমে যাবে। আর তার ফলে দীর্ঘদিন ধরেই মোদী সরকার ভারতকে “নগদহীন অর্থনীতি”-তে পরিণত করার যে চেষ্টা করে আসছে তা কিছুটা হলেও সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।