শুভেন্দুর কার্যালয়ে পুলিশি হামলা! অভিযোগ পেয়েই মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

বাংলাহান্ট ডেস্ক : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কার্যালয়ে পুলিশি হামলার অভিযোগে তুমুল শোরগোল রাজ্য রাজনীতিতে। এবার সেই ইস্যুতেই হস্তক্ষেপ করলেন খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়। শুভেন্দু অধিকারীর কার্যালয়ে আক্রমনের ঘটনায় এবার খোদ রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করলেন তিনি।

রবিবারই একটি ট্যুইট করেন রাজ্যপাল। সেই ট্যুইটে একটি ভিডিও পোস্ট করার পাশাপাশি তিনি মুখ্যসচিবকে উদ্দ্যেশ্য করে লেখেন, ‘আজ রাত ১০টার মধ্যে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাই। উচ্চপদস্থ পুলিশ কর্তারা, র‍্যাফ এবং এহেন বিপুল পরিমাণ পুলিশ বাহিনী বিধায়কের কার্যালয়ের বাইরে কী করছিল? বিধায়কের কার্যালয়ের উপর এহেন হামলা সত্যিই উদ্বেগের বিষয়।’ সেই ট্যুইটে তিনি আরও জানান যে, শুভেন্দু অধিকারীই পুরো ঘটনাটির অভিযোগ জানিয়েছেন তাঁকে।

যদিও রাজ্যপালের এহেন অভিযোগকে আমল দিতে নারাজ তৃণমূল। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘রাজ্যপাল এবং শুভেন্দু জুটি বেঁধেছেন। তাঁরা প্রশাসনের দখল নেওয়ার চেষ্টা করছেন। আসলে শুভেন্দুর বরাবর ছিঁচকাঁদুনে স্বভাব। এখন অমিত শাহ তাঁর কথা শুনছেন না। তাই রাজ্যপালের কাছে নালিশ করছেন। এসব দেখেই বাংলার মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

প্রসঙ্গত উল্লেখ্য, বঙ্গ সফরে এসে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন খোদ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তারপর বিজেপির উত্তেজনার পারদে খানিক জল পড়লেও দিন কয়েক আগে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, ‘২০২৪ এ লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গে হবে। কী ভাবে হবে জানার দরকার নেই’। তা নিয়েই একদফা জল ঘোলা হয় বঙ্গে। তবে কি সরকার ভেঙে দেওয়ার ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা, তুঙ্গে ওঠে এই জল্পনা। এরপর আবারও এহেন রাজনৈতিক চাপানউতোরের জেরে আরও একবার সরগরম বঙ্গ রাজনীতি তা বলাই বাহুল্য।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর