পৃথিবীর দিকে ধেয়ে আসছে অর্ধেক চাঁদের আকারের গ্রহাণু! দাবি এক টাইম ট্রাভেলারের

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি আমেরিকার একজন ব্যক্তি নিজেকে, “টাইম ট্রাভেলার” বলে দাবি করে সতর্ক করেছেন যে, একটি বিশালাকার গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এমনকি, আগামী বছরই এই গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি পৌঁছতে পারে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, ওই ব্যক্তি বলেছেন যে, এই গ্রহাণুটি আকারে চাঁদের আকারের অর্ধেক হবে। এর মানে হল এর ব্যাসার্ধ ৮৬৮.৭ কিমি পর্যন্ত চওড়া হতে পারে। যদিও, এই দাবি এখনও পর্যন্ত কোনো বিজ্ঞানীর দ্বারা নিশ্চিত করা হয়নি।

টিকটকে ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে:
মূলত, ওই ব্যক্তি নিজেকে ২২৬৯ সালের টাইম ট্রাভেলার হিসেবে দাবি করেছেন। এমনকি, এই ব্যক্তির @_time_traveller_2269 নামে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Tiktok-এ একটি অ্যাকাউন্টও রয়েছে। এই অ্যাকাউন্ট থেকে ১০-সেকেন্ডের একটি ভিডিওতে সতর্ক করার সময়, তিনি বলেছেন যে, “এটি আদৌ কোনো রসিকতা নয়! আমি ২২৬৯ সালের একজন টাইম ট্রাভেলার। ২০২৩ সালে, একটি গ্রহাণু (যা চাঁদের আকারের অর্ধেক) পৃথিবীর পাশ দিয়ে যাবে।”

ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটমাধ্যমে:
এদিকে, ওই ব্যক্তির এহেন দাবি শোনার পর নেটিজেনরাও তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছুজন মনে করেছেন যে, এই সতর্কতাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। আবার অনেকেই এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে এটিকে সম্পূর্ণ “মিথ্যা” বলেও মনে করেছেন। পাশাপাশি, অনেকেই আবার বিভিন্ন রকম মজার মন্তব্যও করতে থাকেন।

asteroid fly by earth 01

আজ পৃথিবীর খুব কাছ দিয়ে যাচ্ছে একটি গ্রহাণু:
এদিকে, একদিন আগেই, নাসা সতর্ক করেছিল যে, আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়ে বড় একটি দৈত্যাকার গ্রহাণু পৃথিবীর দিকে প্রতি ঘন্টায় ১৮,০০০ মাইল বেগে এগিয়ে আসছে। এমনকি, এটি আজ যে কোনো সময়ে পৃথিবীর খুব কাছ দিয়ে যেতে পারে। এমতাবস্থায়, নাসার বিজ্ঞানীরা এই গ্রহাণুর দিকে নজর রাখছেন। পাশাপাশি, এই গ্রহাণুটির নাম হল ৩৮৮৯৪৬ (২০০৮ টি জেড ৩)।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর