বাংলাহান্ট ডেস্ক : বিগত বেশ কিছুদিন ধরেই অর্জুন সিংকে নিয়ে বড়সড় অস্বস্তিতে রাজ্যের গেরুয়া শিবির। দলের অন্দরেই একাধিক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন ব্যারাকপুরের সাংসদ। এরপর আবারও বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাতের আগেই বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে অর্জুন সিং।
সোমবার দিল্লি উড়ে যাওয়ার আগে বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে অর্জুন সিং বলেন, ‘মুখ খুললে তো প্রকাশ্যে খুলতে হয়। দলের একজন মন্ত্রী দপ্তরের সিস্টেমে ভুল আছে, তার ব্যাপারে আমি বারবার বলছি। দলের পদমর্যাদার কোনও লোক ভুল করবে, তো বলব না?’
একই সঙ্গে এদিন জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, ‘কী বিষয় কথা বলবেন, উনি ঠিক করবেন। আমার কাছে কোনও অ্যাজেন্ডা আগে থেকে আসেনি। সমস্যা সমাধান হওয়ার কথা আছে। আশা করি হয়ে যাবে। সমস্যার সমাধান না হলে বলে দেব।’ এদিন সমস্যা সমাধান না হলে যে উল্টো পথেই হাঁটবেন তিনি সেই ইঙ্গিতও স্পষ্ট ভাবেই দেন অর্জুন সিং। ওদিকে বিজেপির অন্দরে কানাঘুষো যে বেসুরো অর্জুন সিংকে দলে ধরে রাখতেই এহেন তলব করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
অর্জুন সিং এর এই বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গে সোচ্চার বিজেপি নেতা রাহুল সিনহাও। তাঁর আবার দাবি, ‘সব ঠিক হয়ে যাবে। মানুষের যখন ক্ষোভ হয়, সেই সময় মানুষ ক্ষোভ থেকে নানারকম কথা বলে, কিন্তু আমার বিশ্বাস এই সব সমস্যার সমাধান হয়ে যাবে কেন্দ্রীয় সভাপতির সাথে তাঁর কথাবার্তায়। অর্জুনদা বিজেপিতেই আছেন। বিজেপির নেতা হিসেবেই আছেন। বিজেপিতেই কাজ করছেন।’ সব মিলিয়ে যে বেশ শোরগোলই চলছে বঙ্গ বিজেপির অন্দরে তা বলাই বাহুল্য।