ষাটোর্ধ্ব বৃদ্ধের সঙ্গে বিয়ে বছর পঁচিশের তরুণীর! Viral Video দেখে ভাঙছে সিঙ্গেলদের হৃদয়

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়া হল এমন একটি প্ল্যাটফর্ম, যা অবসর সময়ে আমাদেরকে ব্যস্ত রাখতে সাহায্য করে। এর মাধ্যমে একাধিক ভিডিও আমাদের সামনে উঠে আসে, যা কখনো বেশ রহস্যজনক হয় তো কখনো আবার এই ভিডিওগুলি দেখে হাসি থামানো মুশকিল হয়ে পড়ে।

উল্লেখ্য, বিবাহ সংক্রান্ত একাধিক ভিডিও এর মাধ্যমে আমরা দেখতে পাই, যা বেশ বৈচিত্র্যময় হয়। তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা দেখলে আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। একবার ভেবে দেখুন তো, জীবনে একটি মাত্র বিয়ে করার জন্য আমাদের কতই না পরিশ্রম করতে হয়! আজকালকার দিনে যেখানে সরকারি চাকরি না পেলে বিয়ে করাই দায় হয়ে পড়েছে কিংবা একবার চাকরি পেলেও বয়স পেরিয়ে যাওয়ার কারণে তা বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়, সেই মুহূর্তে দাঁড়িয়ে ভাইরাল ভিডিওটি দেখে হাসির ফোয়ারা ছুটবেই।

Bhutni_ke_memes নামক ইনস্টাগ্রাম একাউন্টে ভিডিওটি ক্রমশ ভাইরাল হয়ে চলেছে। সেখানে আপনারা 25 বছর বয়সী এক তরুণীকে কনের সাজে বসে থাকতে দেখবেন। কিন্তু চমক এখানে নয়, বরং কনের পাশে পাত্রকে দেখেই আপনার বিয়ে করার স্বপ্ন ভঙ্গ হতে বাধ্য! ভিডিওয় দেখতে পাওয়া পাত্রটি আসলে এক বৃদ্ধ, যাকে দেখে তার বয়স 60 বছর পেরিয়ে গেছে বলেই মনে হয়। ফলে স্বভাবতই প্রায় 35 বছরের পার্থক্যে এহেন অদ্ভুত বিয়ের ভিডিও দেখে হতবাক হয়ে পড়ে সকল সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা।

 

View this post on Instagram

 

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)

এমনকি ভিডিওয় আপনারা দেখতে পাবেন যে, ক্যামেরাম্যান যখন পাত্রীটির দিকে ক্যামেরা ঘোরানোর চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে মেয়েটি একপ্রকার মুখ ঢেকে নেয়। এক্ষেত্রে লজ্জাই কারণ নাকি এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে, তা অবশ্য জানা যায়নি। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় এবং সকল নেট ব্যবহারকারীরা লাইক ও কমেন্ট করে নিজেদের ভালোবাসা উজার করে দেয়।

Sayan Das

সম্পর্কিত খবর