বাংলাহান্ট ডেস্ক : কয়লাপাচার কাণ্ডের আইনি লড়াইতে এবার বড় জয় পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়। অভিষেক এবং রুজিরাকে জেরা করতে হলে কলকাতাতেই করতে হবে, মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে এমনটাই সাফ জানিয়ে দিল সুপ্রিমকোর্ট। ইডি অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকার তথা রাজ্যের প্রশাসনের হাতেই।
দীর্গদিন ধরেই কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বারবার দিল্লিতে তলব করছিল ইডি। ইডির এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে প্রথমে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তাঁর স্ত্রী। কিন্তু সেখানে খারিজ হয়ে যায় তাঁদের আবেদন। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা।
সুপ্রিম কোর্টে অভিষেক-রুজিরার হয়ে সওয়াল করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিব্বল।এই শুনানিতে ইডি জানায় যে কলকাতায় জেরা করতে তাদের একাধিক অসুবিধা রয়েছে। এই সময় অন্যান্য মামলায় প্রভাবশালীদের জেরা করা কালীন কেন্দ্রীয় তদন্তকারী কর্মকর্তাদের হেনস্তার কথা উল্লেখ করেন তাঁরা।
এর প্রেক্ষিতেই কড়া নিরাপত্তার ব্যবস্থার কথা বলেন সুপ্রিমকোর্টের বিচারপতি। আগের দিন এই মর্মে কোনও রায় না দিলেও মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণা করলেন বিচারপতিরা। এদিন বিচারপতি ইউইউ ললিত ইডিকে সাফ জানিয়ে দেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতাতেই জেরা করতে হবে। জেরা করতে হলে অন্তত ২৪ ঘন্টা আগে নোটিশ দিতেই হবে।’ যদিও একই সঙ্গে, কোনও রূপ গণ্ডগোল হলে এই রায় প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।