বাঘিনীর শাবকদের মাতৃস্নেহ দিয়ে পালন করছে কুকুর, ভাইরাল ভিডিও ভালবাসায় ভরালেন নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্ক: সন্তানের প্রতি মায়ের ভালোবাসায় কোনো কৃত্রিমতা থাকেনা। অর্থাৎ, এই সম্পর্ক হয় সবসময় চিরন্তন। এমনকি, সন্তানদের সুস্থ রাখতে মায়েরা সহ্য করে নেন সমস্ত বাধা-বিপত্তি। এক কথায়, মায়েদের কাছে সন্তানের ভালো-মন্দই সবার আগে প্রাধান্য পায়। তবে, মাতৃত্বের এই অমোঘ টান যে শুধুমাত্র মানুষের মধ্যেই পরিলক্ষিত হয় তা না, বরং জীবকুলের প্রতিটি প্রাণীর ক্ষেত্রেই এই দৃশ্য স্পষ্টভাবে ফুটে ওঠে।

এমনকি, কিছু কিছু ক্ষেত্রে এমন ঘটনা সামনে আসে যা কার্যত অবাক করে দেয় সবাইকে। পাশাপাশি, সবকিছুর উর্ধ্বে উঠে যে মাতৃত্বের জয়গানই সূচিত হয় সেটাই যেন বারংবার প্রমাণিত হয় সেখানে। সম্প্রতি ঠিক সেইরকমই এক প্রসঙ্গ সামনে এসেছে এবার। যেখানে বাঘের শাবকেই নিজের সন্তান স্নেহে পালন করছে এক কুকুর। এমনকি এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যা খুব সহজেই মন জিতে নিয়েছে সকলের।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানের গতিশীল দুনিয়ায় আমরা সকলেই সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে ভালোবাসি। পাশাপাশি, সেখানে পাওয়া যায় বিভিন্ন ভাইরাল হওয়া ভিডিওর ভিড়। মূলত, একাধিক সব বিষয়ের উপর সেখানে ভিডিও থাকলেও মাঝে মাঝে এমন সব কিছু ভিডিও সেখানে পরিলক্ষিত হয় যা খুব সহজেই আকৃষ্ট করে সকলের মন। এছাড়াও ওই ভিডিওগুলি নতুন করে ভাবতে শেখায় মানুষকে। বর্তমান ভিডিওটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে:
ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি ল্যাব্রাডর প্রজাতির কুকুর পরম স্নেহে এবং আদরে পালন করছে তিন ব্যাঘ্র শাবককে। এমনকি, সেই শাবকেরাও মনের আনন্দে রয়েছে তার কাছে। জানা গিয়েছে যে, ওই শাবকগুলির মা তাদেরকে ছেড়ে চলে যায়। এমতাবস্থায়, ওই কুকুরটির কাছেই পরম যত্নে রয়েছে তারা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই মন ভালো করা ভিডিওটি চিনের কোনো একটি অংশে রেকর্ড করা হয়েছে।

https://twitter.com/apieceofnature/status/1525717693004800000?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1525717693004800000%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatimes.com%2Fhindi%2Ftrending%2Flabrador-adopts-tiger-cubs-after-mother-abandons-them-viral-video-569755.html

এদিকে, এই ভিডিওটি কার্যত ঝড় তুলেছে নেটমাধ্যমে। শুধু তাই নয়, “A Piece of Nature” নামের একটি টুইটার হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেটিতে পাল্লা দিয়ে বাড়ছে দর্শকসংখ্যা। পাশাপাশি, এই ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই একজন কমেন্ট করেছেন, “এই ভিডিও দেখে সত্যিই মন ভালো হয়ে গেল।”, আবার একজন কমেন্টের মাধ্যমে জানিয়েছেন, “এই কুকুরটির কাছ থেকে মানুষও কিছু শিখতে পারে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর