একটায় মন ভরে না, বিবাহিত অক্ষয়কে হাতে রেখে আরো এক অভিনেতার সঙ্গে প্রেম চালাতেন প্রিয়াঙ্কা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে যত বিতর্কিত প্রেম কাহিনি আছে তাদের মধ‍্যে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও অক্ষয় কুমারের (Akshay Kumar) কাহিনি অন‍্যতম। দুজনেই এক সময় চুটিয়ে প্রেম করেছেন ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। একে অপরের সঙ্গেও দীর্ঘ সময় ধরে সম্পর্কে ছিলেন অক্ষয় প্রিয়াঙ্কা। এখন অবশ‍্য দুজনেরই মুখ দেখাদেখি বন্ধ।

নিক জোনাসকে বিয়ের আগে ইন্ডাস্ট্রির একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে প্রিয়াঙ্কার। অন‍্যদিকে এখন টুইঙ্কল খান্নাকে বিয়ে করে সুখে সংসার করলেও এক সময় বহু অভিনেত্রীর মন ভেঙেছেন অক্ষয়। তবে প্রিয়াঙ্কা ছিলেন আরো এক ধাপ উপরে। কারণ অক্ষয়ের সঙ্গে প্রেম করার সময়েই অভিনেতা হরমন বাওয়েজার (Harman Baweja) সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছিলেন ‘দেশি গার্ল’।


তবে প্রিয়াঙ্কার এই দু নৌকায় পা দিয়ে চলার খেলা বেশিদিন চলেনি। কারণ হাটে হাঁড়ি ভেঙে দিয়েছিলেন তাঁরই প্রাক্তন সহকারী প্রকাশ জাজু। ২০০৪ সালে প্রকাশকে চাকরি থেকে বরখাস্ত করেন অভিনেত্রী। তারপরেই গড়গড় করে প্রিয়াঙ্কার সমস্ত গোপন কথা সংবাদ মাধ‍্যমের সামনে বলে দেন তিনি।

প্রকাশই প্রথম অক্ষয় প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জনে শিলমোহর দিয়েছিলেন। দুজনে নাকি এতই কথা বলতেন যে অভিনেত্রীর ফোনের বিল দেখে চোখ কপালে ওঠার জোগাড় হত। তবে আসল যে কথাটা তিনি ফাঁস করেছিলেন সেটা হল, অক্ষয় ছাড়াও অভিনেতা হরমন বাওয়েজার সঙ্গেও প্রেম চালাতেন প্রিয়াঙ্কা।

সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রকাশ বলেছিলেন, অক্ষয়কে সর্বক্ষণ ফোন, মেসেজ করে যেতেন প্রিয়াঙ্কা। আর অক্ষয়ও ছিলেন শিশুর মতো। অভিনেত্রীকে উত্তর দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তাঁর কাছে।

এসবের মাঝে পড়ে কষ্ট পেতেন অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল। প্রকাশ বলেছিলেন, তিনি প্রিয়াঙ্কাকে পরামর্শ দিয়েছিলেন দুজনের জীবন নষ্ট না করে বরং নিজের কেরিয়ারে মন দিন। তাতেই রেগে গিয়ে প্রকাশকে ছাঁটাই করে দেন অভিনেত্রী। যদিও পরবর্তীকালে প্রকাশের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা।

X