বাংলা হান্ট ডেস্কঃ স্ত্রী পরতে পারেন না ঠিক মতো শাড়ি, কথা বলতে পারেন না ঠিকমত, স্বাভাবিক ছন্দে পারেন না হাঁটতেও! এমন ঘটনার পরিণতি কি হতে পারে? কেউ বলবেন নির্যাতিত হতে পারেন গৃহবধূ! কেউ বা বলবেন স্বামীর কাছে প্রতিনিয়ত সহ্য করতে হয় অসহ্য অপমান! তবে এ ঘটনা এই সমস্ত অনুমান এর বিপরীত।
বাস্তবটি হল, স্ত্রী এর সকল বিক্ষিপ্ত কার্যকলাপ উল্লেখ করে এক অভিমান জড়ানো ছন্দে অভিযোগ তুলে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করলেন স্বামী। নিহত ওই ব্যক্তির নাম সমাধান সাওলে। নিবাস মহারাষ্ট্রের মুকুন্দনগরে। মঙ্গলবার তাঁর নিজের ঘর থেকেই লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
প্রাপ্ত খবর অনুযায়ী, সুইসাইড নোটটি পুলিশ খুঁজে পায় সমাধানের ঘর থেকেই। কাগজের মোড়কে যা লেখা ছিল, তার অনুবাদ করলে দাঁড়ায় , ‘আমার স্ত্রী ঠিক মতো শাড়ি পরতে পারে না। হাঁটে না ঠিক করে। আমার সঙ্গে ঠিক মতো কথাও বলে না।’
জানা যায়, বিয়ে হয়েছিল ৬ মাস আগে। স্ত্রী সমাধানের থেকে বছর ছয়েকের বড়। আত্মঘাতীর কারণটি সুইসাইড নোট অনুযায়ী খানিক হাস্যকর হলেও, পুলিশের সন্দেহ অন্যদিকে। এমন কারণে আত্মঘাতী হওয়ার ঘটনা বিরল। তাই সেটাই হয়ে দাড়িয়েছে তদন্তের মুখ্য বিষয়। খতিয়ে দেখা হচ্ছে নোটটি সমাধানের লেখা কিনা, এটি আত্মহত্যা নাকি খুন? হতে পারে, সমাধানকে খুন করে জালি নোট লিখে উধাও হয় আততায়ী। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সমাধানের পুরো পরিবারের সাথে। আশা করা যায়, খুব শীঘ্রই কোনো সিদ্ধান্তে আসতে পারবে গোয়েন্দা বিভাগ।