বিচ্ছেদ পর্ব মিটতেই বিরাট সুখবর, যুগলে নতুন ইনিংস শুরুর ঘোষনা বনি-কৌশানির

বাংলাহান্ট ডেস্ক: সম্পর্ক ভাঙতে বসেছিল বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানি মুখোপাধ‍্যায়ের (Koushani Mukherjee)। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর মান অভিমানের জেরে ফাটল ধরেছিল দুজনের মজবুত বাঁধনে। কৌশানি একা থাকতে চেয়েছিলেন। অন‍্যদিকে বনি প্রতিজ্ঞা করেছিলেন, সমস্ত দূরত্ব ঘুচিয়ে প্রেমিকাকে ফের কাছে টেনে নেবেন তিনি।

সে প্রতিজ্ঞা রাখতে পেরেছেন অভিনেতা। আবারো একসঙ্গে বনি কৌশানি। শুধু তাই নয়, কৌশানির জন্মদিনে বিরাট সুখবরও দিয়েছেন তাঁরা। একসঙ্গে জীবনের নতুন ধাপে পা রাখতে চলেছেন বনি কৌশানি। অভিনেত্রীর জন্মদিনেই একসঙ্গে সেই ঘোষনা করলেন দুজনে।

IMG 20220503 183721 1

নতুন প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন বনি কৌশানি। খুব শিগগিরি সংস্থার নাম প্রকাশ‍্যে আনবেন দুজনে। ছবির প্রযোজনাও শুরু করবেন। আগামী জুলাই মাসে শুরু হতে পারে ছবির শুটিং। তবে বাকি সবকিছু অর্থাৎ ছবির পরিচালক, অভিনেতা অভিনেত্রী সবটাই ক্রমশ প্রকাশ‍্যে।

সোশ‍্যাল মিডিয়ায় জন্মদিনের পার্টির ভিডিও শেয়ার করেছেন কৌশানি। হালকা গোলাপি শর্ট ড্রেসে সেজেছিলেন তিনি। রঙ বেরঙের বেলুন, আলোয় সেজে উঠেছিল পার্টি। বার্থডে কেকও ছিল একই রঙ বাহারি। সঙ্গে দামি পানীয়ের বোতল। সব মিলিয়ে কৌশানির জন্মদিনের পার্টি কার্যত জমজমাট। তবে সবটাই নাকি বনির দৌলতেই।

https://www.instagram.com/reel/CdoY8N0hVTw/?igshid=YmMyMTA2M2Y=

তবে শুধুই নিজেরা পার্টি করে ক্ষান্ত হননি বনি কৌশানি। জন্মদিনের আগের দিন দূর্গাবাড়িতে দু হাজার লোক খাইয়েছেন অভিনেত্রী। ফুল দিয়ে সাজিয়েছেন গোটা মন্দির, প্রতিমা। দেবী মায়ের আশীর্বাদ নিয়েই নতুন ধাপ শুরু করতে চলেছেন বনি কৌশানি।

https://www.instagram.com/reel/Cdp97FrPneI/?igshid=YmMyMTA2M2Y=

কৌশানি এর আগে বলেছিলেন, মত বিরোধ হয়েছে তাঁদের‌। তবে বিচ্ছেদ এখনো হয়নি। আপাতত একা থাকতে চাইছেন কৌশানি। প্রতিটি সম্পর্কেই উত্থান পতন আসে, সেটা তিনিও জানেন। একা থেকে তিনি আগে বুঝতে চান যে তিনি নিজে কী চান। তবে এখন সব বিবাদ মিটিয়ে আবারো একসঙ্গে বনি কৌশানি বলছেন, ‘পারবো না আমি ছাড়তে তোকে’।

Niranjana Nag

সম্পর্কিত খবর