ইউটিউবে ভিডিও বানিয়েই মাসে ১০ লাখের উপরে আয়! কিরণের কাছে চাকরির আবেদন সৌরভের

বাংলাহান্ট ডেস্ক: বাঙালি ইউটিউবারদের মধ‍্যে সবথেকে সফল বলা চলে কিরণ দত্তকে (Kiran Dutta)। ঘরে ঘরে জনপ্রিয় ‘বং গাই’ (Bong Guy)। ইউটিউব এবং ফেসবুকে ভিডিও বানিয়েই আজ গাড়ি, বাড়ি সব করেছেন কিরণ। সম্প্রতি ‘দাদাগিরি’র মঞ্চে এসে নিজের ইউটিউব সফরের কথা প্রকাশ‍্যে আনেন কিরণ। তাঁর আয়ের পরিমাণ শুনে কার্যত হাঁ সৌরভ গঙ্গোপাধ‍্যায় (Sourav Ganguly)।

গত রবিবার বাঙালি ইউটিউবারদের নিয়ে হয়েছিল দাদাগিরির বিশেষ পর্ব। সেখানেই প্রতিযোগী হিসাবে এসেছিলেন কিরণ দত্ত। ইউটিউবে ৩৬ লক্ষ সাবস্ক্রাইবার এবং ফেসবুকে ৩৫ লক্ষ ফলোয়ার রয়েছে তাঁর। ইউটিউবকেই পেশা হিসেবে নিয়ে চূড়ান্ত সাফল‍্যের মুখ দেখেছেন দ‍্য বং গাই। নিজের টাকায় কিনেছেন ফ্ল‍্যাট। বলিউড তারকাদের সঙ্গে ভিডিও বানিয়েছেন, নিজেও অভিনয় করেছেন ছবিতে।

IMG 20220517 221253
সৌরভের সঙ্গে আলাপচারিতার সময়ে বিসিসিআই সভাপতি বলেন, “জানি না আমার জিজ্ঞাসা করা উচিত হবে কিনা, তবুও ইউটিউব আর ফেসবুক থেকে কত আয় হয়?” কিরণ উত্তর দেন, তিনি ইঞ্জিনিয়ারিং পড়ে যে কাজগুলো করতেন তার থেকে অন্তত ছয় সাত গুণ বেশি আয় করেন তিনি এখন।

বং গাই এর কথা শুনে অবাক সৌরভ। মাসে দশ বারো লাখ টাকা আয় করেন নাকি কিরণ? উত্তরে একগাল হেসে ইউটিউবার বলেন, পারিশ্রমিকের অঙ্ক ফাঁস করলে ইউটিউবের নিয়ম লঙ্ঘন করা হবে। এরপরেই সৌরভের আর্জি, “আমাকে একটা চাকরি দেবে?” মজা করে হলেও কিরণ সম্মতি দিয়ে বলেন, নিশ্চয়ই।

https://www.facebook.com/ZeeBanglaIndia/videos/728069064984950/

এদিনের ইউটিউবার স্পেশ‍্যাল পর্বে অন‍্যতম আকর্ষণ ছিলেন শ্রীদেবী কন‍্যা জাহ্নবী কাপুর। তাঁর সঙ্গেও একটি ছোট্ট প্রশ্নোত্তরের খেলা খেলেন কিরণ। জাহ্নবীর প্রিয় বাঙালি খাবার কী, বাঙালিদের মধ‍্যে অভিনেত্রীর কোন গুণটা বেশি ভাল লাগে, এসব প্রশ্নোত্ত‍র পর্ব নিয়েই জমে উঠেছিল দাদাগিরির বিশেষ পর্ব।

Niranjana Nag

সম্পর্কিত খবর