গঙ্গার ঘাটে মদ্যপান করছিলো একদল যুবক, বেত নিয়ে চড়াম চড়াম দিলে সন্ন্যাসী! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের অবসর সময়ে ভিন্ন স্বাদের একাধিক ভিডিও দেখতে পাই। বেশিরভাগ সময় সেই সকল ভিডিও বন্যপ্রাণীদের জীবনধারার ওপর ভিত্তি করে তৈরি করা হলেও অনেক সময় আবার ভিন্ন প্রসঙ্গের ঘটনাও উঠে আসে। তবে সম্প্রতি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে, সেটি বেশ প্রশংসা কুড়িয়েছে নেট ব্যবহারকারীদের।

গঙ্গা নদী, ভারতের বিভিন্ন প্রান্ত দিয়ে বয়ে যাওয়া এই নদীকে পুরান কাল থেকেই ‘মা’ হিসেবে পুজো করে আসছে সকল দেশবাসী। শুভ কাজ থেকে শুরু করে অন্যান্য একাধিক ক্রিয়া মা গঙ্গার বুকেই সম্পন্ন হয়। অতীতে গঙ্গা নদীকে স্বচ্ছ রাখার প্রসঙ্গ তুলে ধরেই শুরু হয়েছিল কেন্দ্র সরকারের ‘স্বচ্ছ ভারত অভিযান’ আর সেখানেই কিনা মদ্য পান করে চলেছে কিছু যুবক!

সম্প্রতি Nihar Roy নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়, যেখানে উঠে এসেছে এরকমই এক দৃশ্য। তবে এরপর যা ঘটেছে, সেই ঘটনাটি ক্রমশ প্রশংসা পেয়ে চলেছে। ভিডিওয় দেখা যাচ্ছে যে, গঙ্গার ঘাটে কিছু যুবক মিলে মদ্যপান করে চলেছিলো আর তা দেখেই সেখানে হাজির হয় এক হিন্দু সন্ন্যাসী। ঘটনাস্থলে পৌঁছে শুধুমাত্র তাদের শাসন করা নয়, রীতিমতো বেত দিয়ে তাদেরকে মারতেও থাকেন তিনি। শেষ পর্যন্ত পণ্ডিতের এহেন রুদ্রমূর্তি দেখে মাথা নিচু করে সেখান থেকে উঠে পড়ে যুবকের দল।

মা গঙ্গার ধারে এহেন পাপ কাজ হওয়া দেখে তা ঠেকাতে তৎপর হন সেই পণ্ডিত আর এই ঘটনাটি সামনে উঠে আসতেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে নেট ব্যবহারকারীরা। ভিডিওটি শেয়ার করে পোস্টদাতা লেখেন, “মা গঙ্গার তীরে মদ্যপান, পন্ডিত জি দিয়েছেন চড়াম চড়াম।” ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এক ব্যক্তি নিজের কমেন্টে লেখেন, “ভালো লাগলো। লোকগুলোকে অভিভাবকের মত শাসন করলেন। লোকগুলোও মাথা নিচু করে নিজেদের অপরাধ মেনে নিল। পণ্ডিত জীকে অপমান করল না কিন্তু। এই সুন্দর পরিবেশটা আমাদের ছোটবেলায় ছিল। এখন আর কেউ কাওকে মানে না।”

Sayan Das

সম্পর্কিত খবর