কারও ০.১ শতাংশ ভুলে গোটা দলকে দোষারোপ করবেন না! পার্থকে নিয়ে বললেন কুণাল ঘোষ

বাংলা হান্ট ডেস্ক: এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়ানোর পর থেকেই তার সঙ্গে সম্মানজনক দূরত্ব বজায় রাখতে শুরু করেছে তাঁর দল তৃণমূল। সে ইঙ্গিত অবশ্য মিলেছে কুণাল ঘোষের বক্তব্যে। নাম না করেই বুধবার তৃণমূলের দলীয় মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, গোটা দলকে দায়ী করা উচিত হবে না কোনও একজনের কাজের জন্য।

যদিও এই মন্তব্য কুণালবাবু পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গেই করছেন কি না জানতে চাওয়া হলে, উনি সরাসরি জানান, যেহেতু মামলাটি এখনও বিচারাধীন, তাই তিনি এই বিষয়ে মন্তব্য করতে চান না। তবে একই সঙ্গে কুণালের সংযোজন, দল এখন ভাল কাজ করছে। তাই কোনও একজনের ক্ষুদ্রতম ভুলে যদি মানুষের ক্ষতি হয়, তবে আইন আইনের পথেই চলবে।

ইতিমধ্যেই, কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ পার্থকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলেছে । এমনকি, পার্থকে তাঁর মন্ত্রিপদ থেকে সরিয়ে দেওয়ার কথাও বিচারপতি অভিজিৎ বিশেষ আর্জি জানিয়ে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে বলেছেন। একইসঙ্গে জানিয়েছেন, তাঁর আশা, তাঁর মন্ত্রিত্ব থেকে মন্ত্রী পার্থ নিজেই ইস্তফা দেবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী পার্থবাবু শাসক দল তৃণমূলের মহাসচিব। কুণাল সেই দলেরই মুখপাত্র। নিজের বয়ানে কুণাল সরাসরি পার্থর নাম না করলেও তিনি এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত পার্থর কথাই বলছেন তাঁর ইঙ্গিতে একথা স্পষ্ট । কেন না কুণাল তাঁর বয়ানে স্পষ্ট করেই জানিয়েছেন, দলের নেতার ভুলে যদি রাজ্যের ছাত্রছাত্রীদের কোনও ক্ষতি হয় তবে আইন আইনের কাজ করবে।

বিষয়টি ব্যাখ্যা করে কুণাল বলেন, “আজও মুখ্যমন্ত্রী বলেছেন, কেউ কেউ হয়তো ভুল করছেন। তবে ভুল বা অন্যায় যদি হয় তবে তা খুব কম। ভুল হলে আইন যথাযথ ভূমিকা নেবে।” কুণালের ব্যাখ্যা, রাজ্যের সর্বত্র যখন উন্নয়ন হচ্ছে তখন যদি কারও দশমিক এক শতাংশ ভুলেও কারও ক্ষতি হয় তবে তার জন্য দলকে সবাই মিলে দোষী ঠাওরানো ঠিক হবে না।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর