প্রিয় গাড়ি ন্যানোতে চড়ে তাজ হোটেলে রতন টাটা! ভাইরাল ভিডিও ভালোবাসায় ভরালেন নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্ক: তিনি দেশের প্রথম সারির শিল্পপতি। পাশাপাশি, তাঁর কোম্পানিও দেশের অন্যতম পুরোনো এবং ভরসাযোগ্য প্রতিষ্ঠান। এমনকি, যত দিন যাচ্ছে ততই তিনি আরও বেশি করে পৌঁছে যাচ্ছেন মানুষের মনে। অত্যন্ত সাদামাঠা জীবনযাপনে অভ্যস্ত এই বর্ষীয়ান শিল্পপতি কিন্তু অত্যন্ত জনদরদীও বটে। তাঁর উপার্জনের একটা বড় অংশ একাধিক ট্রাস্টে প্রদান করার পাশাপাশি মহামারী হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগ, প্রতিটিক্ষেত্রেই কার্যত তিনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

স্বাভাবিকভাবেই চাকচিক্যহীন এই শিল্পপতির বিনম্র স্বভাব খুব সহজেই জয় করে নিয়েছে সকলের মন। আর যে কারণে রতন টাটাকে একবাক্যে ভালোবাসেন সকলেই। আমরা জানি যে, বিভিন্ন খাতে বহুবছর ধরে টাটা গ্রূপ অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে আসছে। আর এই কাজেই কিন্তু রয়েছে রতন টাটার নেতৃত্ব।

এদিকে, টাটা মোটরস হল আমাদের দেশে অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নিত্য-নতুন সব গাড়ি নিয়ে আসে এই সংস্থা। যদিও, টাটা গ্রূপের সর্বেসর্বা হয়েও রতন টাটার আজও পছন্দের গাড়ির তালিকায় রয়েছে ন্যানো। মূলত, দেশের মধ্যবিত্ত মানুষদের কথা মাথায় রেখেই এই গাড়ি নিয়ে এসেছিলেন তিনি।

যদিও, ২০১৮ সালেই বিক্রি কমে যাওয়ায় বাজার থেকে ন্যানো গাড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল টাটা সংস্থা। এমনকি, সম্প্রতি এক ইনস্টাগ্রামের পোস্টে এই গাড়ি নিয়েই আবেগাপ্লুত হতে দেখা যায় রতন টাটাকে। পাশাপাশি, একটি পোস্টে তিনি লিখেছিলেন, “আমি মধ্যবিত্ত ভারতীয়দের স্কুটারেই যাতায়াত করতে দেখতাম। এমনকি, পিছল রাস্তায় বাবা-মায়ের মাঝে বসে প্রায় চেপ্টে যেতে দেখতাম শিশুদের। আর এই দৃশ্য থেকেই টাটা ন্যানো তৈরির ভাবনা আসে আমাদের মাথায়। মূলত, স্কুটারের কাছাকাছি দামেই মধ্যবিত্তের হাতে একটি গাড়ি তুলে দেওয়াই ছিল আমাদের মূল ভাবনা।’’

এদিকে, এবার টাটা তাঁর প্রিয় গাড়ি ন্যানোতে চড়েই এক্কেবারে অনাড়ম্বর ভাবেই হোটেলে পৌঁছলেন। এমনকি, এই প্রসঙ্গে একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যে ভিডিওটিতে দেখা গিয়েছে যে, কোনো বিলাসবহুল বা দামি গাড়িতে নয়, বরং ন্যানো গাড়িতে চড়েই মুম্বইয়ের তাজ হোটেলে একটি নৈশভোজের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন ভারতের এই বর্ষীয়ান শিল্পপতি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সেখানে টাটার সঙ্গে দেখা যায়নি কোনও নিরাপত্তারক্ষীকেও। অর্থাৎ, আর পাঁচজন সাধারণ মানুষের মতোই তিনি পৌঁছেছেন সেখানে। এদিকে, দেশের অন্যতম সফল শিল্পপতির এহেন আচরণ খুব সহজেই মন জয় করে নিয়েছে সকলের। পাশাপাশি, তাঁর সাধারণ জীবনযাপনকে কুর্ণিশও জানিয়েছেন নেটিজেনরা।

এছাড়াও, এই ভিডিওটির পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটাগরিকরা। একজন লিখেছেন, “মানবতার প্রকৃষ্ঠ উদাহরণ হলেন রতন টাটা। তাঁকে প্রণাম জানাই।” আবার আরেকজন লিখেছেন, “ন্যানো গাড়ি মধ্যবিত্তের কাছে এক আশীর্বাদ ছিল। রতন টাটা মধ্যবিত্তকে যে উপহার দিয়েছিলেন, তাতে আমরা সবাই অত্যন্ত গর্বিত।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর