সোনুর সাহায‍্যে এগিয়ে এলেন সোনু, নালন্দার কিশোরের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিলেন ‘গরিবের মসিহা’

বাংলাহান্ট ডেস্ক: করোনা পরিস্থিতি কবেই স্বাভাবিক হয়ে গিয়েছে। পরিযায়ী শ্রমিকরাও ফিরেছেন নিজেদের কাজে, ভিন রাজ‍্যে। কিন্তু কাজ থামাননি অভিনেতা সোনু সূদ (Sonu Sood)। দু বছর আগে গোটা দেশে যখন এক রকম অচলাবস্থা এসেছিল, তখন তিনিই রাস্তায় নেমে সাহায‍্য করেছিলেন অসহায় মানুষগুলোকে। পরিস্থিতির উন্নতি হলেও ভাল কাজ করা বন্ধ করেননি সোনু।

এবার বিহারের নালন্দার এক কিশোরের স্কুলে ভর্তি হওয়ার ব‍্যবস্থা করে দিলেন সোনু। পটনার বিহটায় একটি স্কুলে ওই কিশোরের পড়াশোনার ব‍্যবস্থা করেছেন অভিনেতা। সঙ্গে হোস্টেলে থাকা খাওয়ার বন্দোবস্তও। সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে এই খবর জানিয়েছেন সোনু।

images 1590222592597 Sonu Sood site
সোশ‍্যাল মিডিয়াতেই ভাইরাল হয়েছিল নালন্দার বাসিন্দা সোনু কুমার। গত ১৪ মে বিহারের মুখ‍্যমন্ত্রী নীতিশ কুমার গিয়েছিলেন নালন্দায়। সেখানে বাসিন্দাদের অভাব, অভিযোগ শোনার জন‍্য এক বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়েছিল। সেখানেই পৌঁছেছিল বছর ১১ র কিশোর সোনু।

মুখ‍্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন ছিল আরো ভাল শিক্ষাব‍্যবস্থার। বলার স্টাইলের দৌলতে ভাইরাল হয়ে যায় ছোট্ট সোনু। তাঁর ভিডিও দেখে রাজনৈতিক নেতাদের থেকে শুরু করে বলিউডি ব‍্যক্তিত্বরাও সাহায‍্যের হাত বাড়িয়েছিলেন।

https://twitter.com/SonuSood/status/1526906954152456193?t=z1bXB-QpmK_j5fIo3heFlw&s=19

বিশাল ডাডলানি, গওহর খানের মতো তারকারা ছাড়াও কিশোরের সাহায‍্যে এগিয়ে এসেছিলেন সুশীল কুমার মোদী, পাপ্পু যাদব, তেজ প্রতাপের মতো নেতারা। সোনুকে ৫০ হাজার টাকা দিয়ে সাহায‍্য করেন পাপ্পু যাদব। ভিডিও কলে কথা বলেন তেজ প্রতাপ।

শেষমেষ সোনু সূদই কিশোরের স্কুলে ভর্তির ব‍্যবস্থা করেন। টুইটে তিনি লেখেন, ‘সোনুর কথা সোনু শুনেছে ভাই। স্কুলের ব‍্যাগ তুলে নাও। পুরো শিক্ষা আর হোস্টেলের ব‍্যবস্থা হয়ে গিয়েছে।’ পটনার বিহটায় আইডিয়াল ইন্টারন‍্যাশনাল পাবলিক স্কুলে কিশোর সোনুর পড়াশোনার ব‍্যবস্থা করা হয়েছে। সোনুর এই টুইটটিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর