বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালে (Bengali Serial) মুখবদল চলতেই থাকে। কখনো কখনো সিরিয়াল শুরু হতে না হতেই বদলে যায় গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতা অভিনেত্রী। একাধিক বার একই চরিত্রে মুখ বদল হতেও দেখেছে দর্শকেরা। মাস কয়েক আগেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেত্রী বদল হয়েছে ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy) সিরিয়ালে। নতুন অভিনেত্রীকে নিয়ে মোটেই খুশি নন দর্শকেরা। তার মধ্যেই এল আরেক চাঞ্চল্যকর বদল।
রাতারাতি বদলে গেল আরো একটি চরিত্রের মুখ। সিরিয়ালে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র হল ঊর্মির দাদাভাই ওরফে ভিকি। এই চরিত্রে অভিনয় করছিলেন অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে (Arindya Banerjee)। ধনী বাড়ির উচ্ছৃঙ্খল অথচ মনের দিক থেকে ভাল, একটু বোকাসোকা মজার চরিত্রটিকে দারুন ভাবে ফুটিয়ে তুলেছিলেন অরিন্দ্য।
কিন্তু আর তাঁকে দেখা যাবে না এই পথ যদি না শেষ হয় তে ভিকি হিসাবে সফর শেষ হল অরিন্দ্যর। নিজেই সোশ্যাল মিডিয়ায় এ খবর নিশ্চিত করেছেন তিনি। অভিনেতা লিখেছেন, ‘আমি কোনোদিন কোনো সফর অসম্পূর্ণ ছাড়ি না। কিন্তু…’ আচমকা কেন এই সিদ্ধান্ত তাঁকে নিতে হল তা অবশ্য জানাননি অরিন্দ্য।
বৃহস্পতিবারের পর্বেই ভিকির চরিত্রে নতুন অভিনেতা এসে গিয়েছেন। তিনিও টেলিভিশন জগতে অত্যন্ত জনপ্রিয়, বিশ্বাবসু বিশ্বাস (Biswabasu Biswas)। এর আগে জি বাংলায় করুণাময়ী রাণী রাসমণি, মিঠাই এর মতো সিরিয়ালে অভিনয় করে মন জয় করেছিলেন বিশ্বাবসু। মিঠাইতে স্যান্ডির চরিত্রটি তিনি ছেড়ে যাওয়ার পর প্রচণ্ড হতাশ হয়েছিলেন দর্শকেরা।
অবশেষে ফের জি তে কামব্যাক করলেন পুরনো স্যান্ডি। তবে নতুন সিরিয়াল এবং নতুন লুকে। শুটিং শুরু করেই পুরনো সিরিয়াল মিঠাইয়ের মেকআপ রুমে গিয়ে সবার সঙ্গে দেখা করে এসেছেন বিশ্বাবসু। সে ছবি শেয়ারও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এক সঙ্গে নতুন ও পুরনো স্যান্ডি, সিড, রাতুল ও রাজীবকে দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন নেটিজেনরা।
আবার বিশ্বাবসুকে ভিকি হিসাবে দেখেও ঠিক ততটাই হতাশ হয়েছেন দর্শকেরা। আসলে এতদিন অরিন্দ্যকে ভিকি হিসাবে দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন সকলে। চরিত্রটি খুব ভাল ভাবে ফুটিয়েও তুলেছিলেন তিনি। তাই অভিনেতা বদল হওয়াটা ঠিক মানতে পারছেন না অনেকেই। তবে নিজের অভিনয়ের গুণে বিশ্বাবসু দর্শকদের মন জিতে নিতে পারবেন বলেই বিশ্বাস অনুরাগীদের।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার