বিদায় ‘দাদাগিরি’, শেষদিনে শাহরুখের রোম‍্যান্টিক গানে নাচলেন সৌরভ-ডোনা

বাংলাহান্ট ডেস্ক: দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ আট মাস‌। এতদিন প্রতি শনি ও রবিবার রাত সাড়ে নটায় টিভির সামনে বসে পড়ত বাঙালি, ‘দাদাগিরি’ (Dadagiri) দেখার জন‍্য। সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের (Sourav Ganguly) সপ্রতিভ সঞ্চালনা, তারকা স্পেশ‍্যাল পর্বে অজানা গল্প, ছোটদের পর্বে প্রাণখোলা হাসি আর বিভিন্ন জেলার বিভিন্ন মানুষের কৃতিত্বের কাহিনি শোনার জন‍্য অধীর আগ্রহে গোটা সপ্তাহ অপেক্ষা করে থাকতেন দর্শকরা।

এখন সেই সব কিছুকে বিদায় জানানোর সময়। শেষ হয়ে গেল ‘দাদাগিরি’। নবম সিজনের গ্র‍্যান্ড ফিনালে পর্বের শুটিং সারা হয়ে গেল দাদা আর গোটা টিমের‌ সিজন শেষের খবর আগেও দিয়েছিলেন সৌরভ। তাঁর সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে দেখা মিলল অন্তিম পর্বের কিছু মুহূর্তের ছবিও।

IMG 20220521 190509
সাদা কালো টাক্সিডোতে যথারীতি ঝকঝকে সৌরভ। সামনে চুল কিছুটা স্পাইক করা। ছবিগুলি শেয়ার করে বিসিসিআই প্রেসিডেন্ট লিখেছেন, ‘দাদাগিরি নবম সিজন শেষ হল। শেষ দিনের শেষ শো হয়ে গেল। এবার বিরতির সময়।’

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, দাদাগিরির অন্তিম পর্বের জন‍্য নাকি বিশেষ চমকের ব‍্যবস্থা করেছিলেন নির্মাতারা। বলিউড থেকে আসার কথা ছিল সেলেব জুটি অজয় দেবগণ ও কাজলের। কিন্তু শুটিং শিডিউলের তারিখ না মেলায় সে পরিকল্পনা সফল হয়নি।

https://www.instagram.com/p/CdyUl0JIY-e/?igshid=YmMyMTA2M2Y=

তাই টলিউডের উপরেই ভরসা রেখেছেন নির্মাতারা। অন্তিম পর্বে প্রতিযোগীদের সাহায‍্যের জন‍্য এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়, সৃজিত মুখোপাধ‍্যায়ও। পাশাপাশি আরো এক বিশেষ অতিথিও এসেছিলেন এদিনের পর্বে।

https://www.instagram.com/p/CdyVIn5PG0X/?igshid=YmMyMTA2M2Y=

তিনি ডোনা গঙ্গোপাধ‍্যায়। শোয়ের পরিচালক সংবাদ মাধ‍্যমকে জানিয়েছেন, দাদাগিরিতে নাকি এই প্রথম একসঙ্গে পারফর্ম করেছেন সৌরভ ডোনা। ‘দাদা’র প্রিয় অভিনেতা শাহরুখ খানের ছবি ‘ওম শান্তি ওম’ এর জনপ্রিয় গান ‘আঁখো মে তেরি অজব সি অজব সি অদায়েঁ হ‍্যায়’ এর সঙ্গে নেচেছেন দুজনে।

Niranjana Nag

সম্পর্কিত খবর