রূপোর থালায় সাজানো খাবার, দেবযানের এক বছরের জন্মদিনে ভাইরাল শ্রেয়া-পুত্রের অন্নপ্রাশনের ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: ছোট্ট ছোট্ট পায়ে এক বছর পূর্ণ করে ফেলল দেবযান মুখোপাধ‍্যায় (Devyaan Mukhopadhyaya)। বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) একমাত্র সন্তান। ২০২১ এর ২২ মে মা হয়েছিলেন শ্রেয়া। ছেলের ছয় মাসের জন্মদিনে তাকে প্রথম সোশ‍্যাল মিডিয়ায় প্রকাশ‍্যে আনেন গায়িকা। আর আজ দেবযানের এক বছর পূর্ণ হল।

কিছুদিন আগেই দেবযানের অন্নপ্রাশনের একটি পুরনো ভিডিও শেয়ার করেছিলেন শ্রেয়া। নিজের ভাই সৌম‍্যদীপ ঘোষালের জন্মদিনের ওই মিষ্টি ভিডিওটি শেয়ার করেছিলেন তিনি। মামার কোলে বসে প্রথম বারের জন‍্য ভাত খেয়েছিল ছোট্ট দেবযান। ভাইয়ের জন্মদিনে মামা ভাগ্নের মিষ্টি মুহূর্তের ভিডিওটি আবার শেয়ার করেন শ্রেয়া।

IMG 20220522 005316
রূপোর থালায় সাজিয়ে রাখা পঞ্চ ব‍্যঞ্জন। সাদা ধুতি আর ঘিয়ে রঙের পাঞ্জাবি পরে অন্নপ্রাশনের দিন সেজেছিল দেবযান। পাশে বসে ভাইকে টুকটাক নির্দেশ দিচ্ছেন শ্রেয়া। প্রত‍্যেকটা খাবার থেকেই একটু একটু করে নিয়ে মুখে তুলে দেওয়া হয় দেবযানের। নতুন রকমের স্বাদ পেয়ে হাঁ করে খাবার আসার অপেক্ষায় পুঁচকে।

IMG 20220522 005344
তার কাণ্ড দেখে হেসেই লুটোপুটি খেয়েছেন শ্রেয়া ও তাঁর ভাই। ঘরোয়া অন্নপ্রাশনের অনুষ্ঠানে বাংলায় কথা বলতে দেখা গিয়েছে গায়িকা ও তাঁর ভাইকে। মিষ্টি ভিডিওটি শেয়ার করে শ্রেয়া লিখেছেন, ‘আমার ত‍রফ থেকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা মামা। বিশ্বাসই হচ্ছে না সময় কত তাড়াতাড়ি কেটে যায়। ছোটবেলায় তোকেই প্রথম কোলে নিয়েছিলাম আর ভালবেসে ফেলেছিলাম। আমার ছোট ভাই, তোর দিদি হতে পারে আমি খুব গর্বিত। আর এখন ভাগ্নে দেবযান সোনারও সবথেকে প্রিয় মানুষ তুই।’

https://www.instagram.com/tv/CdqznS8h-IB/?igshid=YmMyMTA2M2Y=

শ্রেয়া আরো জানিয়েছেন, তাঁর ভাই ও ছেলের জন্মদিন একই মাসে কয়েক দিন আগে পরে। ভাগ্নেকে প্রথম বার খাবার খাওয়ানোর জন‍্য অনেক দূর থেকে এসেছিলেন সৌম‍্য। তাই দেবযানের অন্নপ্রাশনের দিনটার স্মৃতি এখনো আবেগঘন করে তোলে শ্রেয়াকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর