ইস্টবেঙ্গলের ত্রাতা হয়ে উঠবেন সৌরভ গাঙ্গুলি, মহারাজের হাত ধরেই বাংলার ফুটবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

বাংলা হান্ট ডেস্ক: আইএসএলে ভয়াবহ বিপর্যয়ের পর রীতিমতন সমর্থকদের প্রশ্ন উঠছে ক্লাবটিকে নিয়ে। উল্টোদিকে ক্লাব ম্যানেজমেন্ট হিমশিম খাচ্ছে স্পনসর খুঁজতে গিয়ে। এমন অবস্থায় ইস্টবেঙ্গল ক্লাবের ত্রাতা হিসেবে উপস্থিত এটিকে মোহনবাগান ক্লাবের প্রাক্তন অংশীদার সৌরভ গঙ্গোপাধ্যায়।

শ্রী সিমেন্ট এর সঙ্গে শেষ সমঝোতায় যথেষ্ট ক্ষতি সামলে উঠেছে ক্লাবটি। এমতাবস্থায় নতুন একজন স্পনসর ফিরিয়ে আনতে পারবে কি ক্লাবের গরিমা? প্রশ্ন উঠছে অনেক সমর্থকদের। তবে সব প্রশ্ন চিহ্ন কেমন চুপ হয়ে যায়, যখন স্পন্সরের জায়গায় শোনা যায় একটি পৃথিবী পরিচিত নাম। যে নামের সাথে জড়িয়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্যন্ত। ঠিক, কথা হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব নিয়ে।

আসন্ন দিনে ইস্টবেঙ্গল ক্লাবের মুখ্য স্পনসর হিসেবে দেখা যেতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। সৌরভ গঙ্গোপাধ্যায় করছেন প্রতিনিধিত্ব। এখন অব্দি সূত্রের খবর অনুসারে, অনেকগুলি দফায় আলোচনা করা হয়েছে এমইউ কর্তৃপক্ষের সঙ্গে।

এখনো অব্দি কথোপকথন ভালো দিকে যাচ্ছে বলে আশাবাদী কর্তারা। এর আগে শোনা যাচ্ছিল যে আইপিএলে দল কিনতে পারেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে আইপিএলে না হলেও ভারতীয় ফুটবলের ইনভেস্ট করার একটা বিশাল বড় স্থান লক্ষণীয়। আর সেই স্থানটির নাম যদি ইস্টবেঙ্গল হয়, তাহলে বাংলার অন্যতম বৃহত্তম ক্লাবটিকে আর পায় কে!

এর আগেও এটিকে এবং মোহনবাগান দুটি ক্লাবের সমন্বয় সৃষ্ট নতুন ক্লাবটি যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছে প্রতিযোগিতায়। আশা করা যায় অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের এই সংমিশ্রণ নতুন ইস্টবেঙ্গল ক্লাবকেও ভরিয়ে তুলবে। এখন সময় শুধু অপেক্ষার। বাংলা এক বিশাল ফুটবল প্রেমী চেয়ে আছেন মহারাজ তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ চেয়ে। যেকোনো মুহূর্তে শুভ খবর দিয়ে বাংলার ফুটবল মঞ্চকে আলোকিত করতে পারে ইস্টবেঙ্গল ক্লাব।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর