বুদ্ধি বটে! চিপসের প্যাকেট চুরি করতে কুকুরকে সঙ্গী বানায় বাঁদর! ভাইরাল ভিডিও দেখে হেসে কুপোকাত সবাই

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় এমন কিছু বৈচিত্র্যময় ভিডিও সামনে উঠে আসে, যা আমাদের অবসর সময়কে বেশ আনন্দদায়ক করে তোলে। মোবাইল কিংবা কম্পিউটারের স্ক্রিনে এইসব ভিডিও দেখে কখনো হাসি থামানো মুশকিল হয়ে পড়ে, তো কখনো আবার একটি সুন্দর সামাজিক বার্তাও তুলে ধরা হয়। এগুলি বেশির ভাগ সময় বিভিন্ন পশু পাখির জীবনধারার ওপর ভিত্তি করে তৈরি করা হয়, যেখানে তাদের বন্ধুত্বের ছবি দেখা যায় তো আবার খুনসুটি করতেও দেখা যায়। তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা সিনেমার দৃশ্যের থেকে কোনো অংশে কম নয়।

Tarana hussain নামক টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি জুড়ে একটি কুকুর এবং অপর একটি বাঁদরের মধ্যে বন্ধুত্বের একটি সুন্দর ছবি তুলে ধরা হয়েছে। বন্ধুত্ব বলতে আমরা দুই ছেলে বা দুটি মেয়ে কিংবা একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে সম্পর্ককেই বুঝি। তবে এসকলকে ছাপিয়ে বিভিন্ন পশু পাখিদের মধ্যেও বন্ধুত্বের এহেন দৃশ্য খুবই বিরল আর সেই বন্ধুত্বই এই ভিডিওর মাধ্যমে উপভোগ করেছে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

ভিডিওর প্রথমে রাস্তার ধারে একটি দোকানের পাশে দেখা যায় একটি কুকুর এবং অপর একটি বাঁদরকে। এখানে কুকুরটির পিঠের ওপর চড়ে থাকে বাঁদরটি। শুধু তাই নয়, দোকানের বাইরে ঝুলতে থাকা একটি চিপসের প্যাকেট মুখে করে কাড়ার চেষ্টা করতেও দেখা যায় তাকে। স্বভাবতই বোঝা যায় যে, খাবারের প্যাকেটটি ছিনিয়ে নেওয়ার জন্য জুটি বেঁধেছে ওই দুই প্রাণী। তবে প্রথম ক্ষেত্রে ব্যর্থ হয় তারা!

চিপসের প্যাকেট কাড়তে গিয়ে উলটে কুকুরটির পিঠ ঠেকে রাস্তায় পড়ে যেতে দেখা যায় বাঁদরটিকে। তবে তাতেও দমে থাকে না সে। পরে আবার বন্ধুর পিঠের ওপর উঠে লক্ষ্যের পথে এগিয়ে যেতে দেখা যায় প্রাণীটিকে। ফলে ভিডিওতে কুকুর এবং বাঁদরের মধ্যে এহেন বন্ধুত্ব দেখে হাসতে গড়িয়ে পড়ে সকলে।

https://twitter.com/hussain_tarana/status/1523146989361262593?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1523146989361262593%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.indiatimes.com%2Fhindi%2Ftrending%2Fdog-helps-monkey-steal-packet-of-chips-viral-video-570182.html

ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে ওঠে এবং সকলে লাইক ও কমেন্ট করে নিজেদের ভালোবাসা উজাড় করে দেয়।

Sayan Das

সম্পর্কিত খবর