নুসরতের পর নিখিলও নতুন সম্পর্কে? এই নায়িকার সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন সাংসদের প্রাক্তন স্বামী!

বাংলাহান্ট ডেস্ক: ২০২০ পর্যন্তও একসঙ্গে উচ্চারিত হত নুসরত জাহান (Nusrat Jahan) ও নিখিল জৈনের (Nikhil Jain) নাম। ভালবেসে বিয়ে করেছিলেন দুজনে। পেশাগত সম্পর্ক বদলে গিয়েছিল বৈবাহিক সম্পর্কে। ধুমধাম করে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন টলিউড ডিভা। এক বছর কাটতে না কাটতেই মোহভঙ্গ।

প্রচণ্ড তিক্ততার সঙ্গে শেষ সম্পর্ক। নিখিলকে বিচ্ছেদ দিয়ে এখন যশ দাশগুপ্তের ঘরণী অভিনেত্রী সাংসদ। তাঁদের বিচ্ছেদের পরেও বেশ কিছুদিন সংবাদ শিরোনামে ছিলেন নিখিল। তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল রাইমা সেন, ত্রিধা চৌধুরীর মতো অভিনেত্রীদের‌। কিন্তু নিখিল স্পষ্ট করেছিলেন, তাঁরা কেউই তাঁর নতুন সঙ্গী নন। বরং প্রাক্তন নুসরতের প্রতিই ভালবাসা ব‍্যক্ত করেছিলেন তিনি।

IMG 20210613 182928
এবার ফের লাইমলাইটে নিখিল। সৌজন‍্যে আবারো এক অভিনেত্রী। টলিপাড়ার সুন্দরী সৌরসেনী মৈত্রের (Sauraseni Maitra) সঙ্গে নাকি এখন ‘ঘনিষ্ঠতা’ বেড়েছে নিখিলের। দুজনে প্রায়ই একসঙ্গে সময় কাটাচ্ছেন বলেও খবর। এমনকি সৌরসেনী লন্ডনে রয়েছেন বলে নিখিলও নাকি পৌঁছে গিয়েছেন সেখানে। যদিও তাঁর সোশ‍্যাল মিডিয়ায় এর কোনো প্রমাণ নেই।

উল্লেখ‍্য, আগে নিখিলের পোশাক সংস্থার মুখ ছিলেন স্ত্রী নুসরত। কিন্তু দুজনের সম্পর্কে ভাঙন ধরার পরেই সরিয়ে দেওয়া হয় অভিনেত্রীকে। বদলে কখনো দেখা গিয়েছে রাইমাকে, কখনো শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়কে। এখন সংস্থার মুখ সৌরসেনী। সত‍্যিই কি দুজনের মধ‍্যে বিশেষ কোনো সম্পর্ক গড়ে উঠছে? টলিপাড়ায় গুঞ্জন তুঙ্গে উঠলেও বিষয়টা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নিখিল সৌরসেনী দুজনেই।

IMG 20220523 131327
২০১৯ এ তুরস্কে গিয়ে বিয়ে সেরেছিলেন নুসরত ও নিখিল। রীতিমতো রাজকীয় ধাঁচে বিয়ে করেছিলেন দুজনে। বিয়ের এক বছর পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। তাল কাটে ‘SOS Kolkata’ ছবিতে নুসরতের অভিনয় করার পর। নিখিল পরবর্তীকালে অভিযোগ করেছিলেন, ওই ছবিতে অভিনয়ের সময়েই যশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অভিনেত্রীর।

তখন অবশ‍্য সবটা অস্বীকার করেছিলেন নুসরত। ধীরে ধীরে প্রকাশ‍্যে আসে তাঁদের সংসার ভাঙার খবর। অন্তঃসত্ত্বা হওয়ার পর নুস‍রত বিয়েটাকেও ‘অবৈধ’ বলে দাবি করেছিলেন। গত বছরই নিখিল জৈনেরের সঙ্গে ‘বিয়ে’ ভেঙেছেন নুসরত। তার আগেই অবশ‍্য যশের জন্মদিনের কেকে তাঁকে সেরা ‘স্বামী’ বলে উল্লেখ করেছিলেন অভিনেত্রী। ছোট্ট ঈশান ও যশকে নিয়েই এখন সুখের সংসার নুসরতের‌। বিতর্ক নিয়ে আর মাথা ঘামাতে চান না তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর