‘দাদাগিরি’র ফিনালেতে আবারো ‘মিঠাই’ ম‍্যাজিক, সৌরভ-ডোনার সঙ্গে নেচে মঞ্চ মাতালেন সৌমিতৃষা, রইল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: শেষের পথে ‘দাদাগিরি’র (Dadagiri) নবম সিজন। আভাস আগেই দিয়েছিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ‍্যায় (Sourav Ganguly)। সম্প্রতি শেষ পর্বের শুটিংয়ের কিছু ছবিও শেয়ার করেছেন তিনি। অন্তিম পর্বের বিশেষ আকর্ষত হতে চলেছে সৌরভ ও ডোনা গঙ্গোপাধ‍্যায়ের ডুয়েট নাচ। পাশাপাশি বিশেষ পারফরম‍্যান্স থাকছে ‘মিঠাই’ (Mithai) অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুরও (Soumitrisha Kundu)।

‘দাদাগিরি’র পরিচালক আগেই জানিয়েছিলেন, বাংলার প্রায় সব শিল্পীদেরই পারফরম‍্যান্স থাকবে ফিনালে পর্বে। এবার জানা গেল সেই তালিকায় রয়েছে সবার প্রিয় মিঠাইও। দাদাগিরির এক্কেবারে প্রথম দিকের পর্বে এসেছিল ‘মিঠাই’ পরিবার।

IMG 20220521 190833
মনোহরার হাঁড়ি নিয়ে এসেছিল মিঠাই। মিষ্টি মুখ করে শুরু হয়েছিল নতুন সিজন। এবার আবার অন্তিম পর্বে হাজির থাকতে চলেছেন সৌমিতৃষা। পারফর্মও করবেন তিনি। ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে একটি ভিডিও যেখানে সৌরভ ও ডোনার সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছে সৌমিতৃষাকেও। একসঙ্গে নাচতে দেখা গিয়েছে সৌরভ ডোনাকে।

অন‍্যদিকে গ্র‍্যান্ড ফিনালেতে নিজের বিশেষ লুক প্রকাশ‍্যে এনেছেন সৌমিতৃষা। গোলাপি ও সোনালি জমকালো টপ আর স্কার্ট পরে সেজেছেন মিঠাই রানী। সঙ্গে গলায় মানানসই হার আর কপালে একটি বড়সড় মাঙ্গটিকা। নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে তাঁর নতুন লুকের ছবি।

https://www.instagram.com/p/Cd2I9trhNpx/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/p/Cd30JdGh-Bv/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, দাদাগিরির অন্তিম পর্বে প্রতিযোগীদের সাহায‍্যের জন‍্য এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়, সৃজিত মুখোপাধ‍্যায়ও। পাশাপাশি দাদাগিরিতে এই প্রথম একসঙ্গে পারফর্ম করেছেন সৌরভ ডোনা। ‘দাদা’র প্রিয় অভিনেতা শাহরুখ খানের ছবি ‘ওম শান্তি ওম’ এর জনপ্রিয় গান ‘আঁখো মে তেরি অজব সি অজব সি অদায়েঁ হ‍্যায়’ এর সঙ্গে নেচেছেন দুজনে।

এদিন সাদা কালো টাক্সিডোতে ধরা দিয়েছিলেন সৌরভ। সামনে চুল কিছুটা স্পাইক করা। ছবিগুলি শেয়ার করে বিসিসিআই প্রেসিডেন্ট লিখেছেন, ‘দাদাগিরি নবম সিজন শেষ হল। শেষ দিনের শেষ শো হয়ে গেল। এবার বিরতির সময়।’

Niranjana Nag

সম্পর্কিত খবর