বাংলাহান্ট ডেস্ক: বলিউডে এখন বড়পর্দার তুলনায় ডিজিটাল মাধ্যমের (Web Series) চাহিদা বেশি। দারুন দারুন সব চিত্রনাট্য নিয়ে কাজ হচ্ছে সেখানে। ইন্ডাস্ট্রির নামী অভিনেতা অভিনেত্রীরা ঝুঁকছেন ওয়েব সিরিজ বা OTT প্ল্যাটফর্মে ছবি মুক্তির দিকে। একথা বলতে দ্বিধা নেই, ছবির তুলনায় এখন ওয়েব সিরিজে প্রতিভাবান অভিনেতাদের সংখ্যা বেশি।
এদের মধ্যেই একজন জিতেন্দ্র কুমার (Jitendra Kumar)। “জিতু ভাইয়া’ থেকে ‘সচিব জি’পর্যন্ত তাঁর উত্থানটা ছিল চোখে পড়ার মতো। ওয়েব সিরিজের পাশাপাশি ছবিতেও অভিনয় করেছেন তিনি। বলিউডের অত্যন্ত পরিচিত নাম এখন জিতেন্দ্র। তবুও দর্শকদের একটা বড় অংশের কাছে তিনি জিতু ভাইয়া হয়েই রয়ে গিয়েছেন।
‘কোটা ফ্যাক্টরি’ ওয়েব সিরিজে অধ্যাপক জিতু ভাইয়ার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন জিতেন্দ্র। বাস্তবেও খুবই মেধাবী ছাত্র ছিলেন তিনি। খড়গপুর আইআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেছেন জিতেন্দ্র। অভিনয়ের শখ তখন থেকেই।
আইআইটিতে কিছু নাটকে অংশগ্রহণ করেছিলেন জিতেন্দ্র। তারপর ২০১৩ সালে ‘মুন্না জজবাতি’র মাধ্যমে অভিনয়ের কেরিয়ার শুরু করেন তিনি। ডিজিটাল বিনোদনে জনপ্রিয় TVF এর সঙ্গে বেশ কিছু কাজ করেছেন জিতেন্দ্র। তবে এর মধ্যে ‘কোটা ফ্যাক্টরি’ তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। জিতু ভাইয়ার চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছিল।
শুরুয়াত কা ইন্টারভ্যাল ছবির হাত ধরে বড়পর্দায় অভিষেক করেছিলেন জিতেন্দ্র। এরপর আয়ুষ্মান খুরানার সঙ্গে শুভ মঙ্গল জেয়াদা সাবধান ছবিতে সমকামীর চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়াও চমন বাহার ছবিতে দেখা গিয়েছে জিতেন্দ্র।
এই মুহূর্তে ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের জন্য চর্চায় রয়েছেন জিতেন্দ্র। সিরিজে তাঁর চরিত্রের নাম অভিষেক ত্রিপাঠি যে কিনা ফুলেরা নামের একটি ছোট্ট গ্রামের পঞ্চায়েত সচিব। প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনেও তাঁর অভিনয় মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের।
সূত্রের খবর মানলে, এক একটি পর্বের জন্য ৫০ হাজার টাকা পারিশ্রমিক নেন জিতেন্দ্র। পঞ্চায়েত ২ সিরিজের জন্যও নাকি এত টাকাই নিয়েছেন তিনি। সেই হিসাবে সিরিজে মোট ৮ টি পর্ব মিলিয়ে ৪ লক্ষ টাকা রোজগার করেছেন জিতেন্দ্র। বাস্তবে কোটিপতি অভিনেতা। ২০২০ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৭ কোটি টাকা। যেভাবে তিনি একের পর এক কাজ করে চলেছেন তাতে এই অঙ্কটা আরো বাড়বে তাতে সন্দেহ নেই।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা