বাংলাহান্ট ডেস্ক : এসএসসি কেলেঙ্কারি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পিছুই ছাড়তে চাইছে না বিড়ম্বনা। এরই মধ্যে আবার বুধবারও নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এদিন সকাল এগারোটার মধ্যেই সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে তাঁকে।
এসএসসির নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে জল গড়িয়েছে বহুদূর। শান্তিপ্রসাদ সিনহার নেতৃত্বাধীন নিয়োগ কমিটিকে বেআইনি বলে ঘোষণা করেছে হাইকোর্ট। এই কমিটি গঠনের সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এমনকি তাঁর নির্দেশেই গঠিত হয় এই কমিটি। সেই কারণেও তাঁকে তলব করে সিবিআই। সিবিআই দপ্তরে হাজিরা এড়াতে আদালতে ডিভিশন বেঞ্চে আইনি রক্ষাকবচের জন্য আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু মেলেনি সেই রক্ষাকবচ। ফলে এই নিয়ে দ্বিতীয়বার নিজাম প্যালেসে হাজিরা দিতেই হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।
মঙ্গলবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আয়কর জমা দেওয়ার নথি তলব করেছে সিবিআই। এই মর্মে চিঠিও দেওয়া হয়েছে আয়কর দপ্তরকে। এর আগেই অবশ্য নিজেদের আয়করের নথি কেন্দ্রীয় তদন্তকারী দলের কাছে জমা করেন এই তিন নেতাই। সম্ভবত দুটি নথি মিলিয়ে দেখার জন্যই এহেন সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। এই নেতাদের আয়ের হিসেবে গন্ডগোল রয়েচে কি না, খতিয়ে দেখা হচ্ছে তাও।
অন্যদিকে বেআইনি ভাবে মন্ত্রী বাবার প্রভাব খাটিয়ে স্কুল শিক্ষিকার পদে নিয়োগের অভিযোগে চাকরি খুইয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। চাকরি জীবনের বেতন বাবদ পাওয়া প্রায় ২০ লক্ষ টাকা আদালতের কাছে ফেরতও দিতে হবে তাঁকে। এরই মধ্যে তিনবার সিবিআইয়ের মুখোমুখি হওয়ার পর গতকালই মেখলিগঞ্জ ফেরেন পরেশ অধিকারী। তারপরই আজ আবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট