রেশন ব্যবস্থায় বড়সড় বদল আনতে চলেছে কেন্দ্র! প্রভাব পড়বে আপনার উপরেও

বাংলা হান্ট ডেস্কঃ আপনিও যদি রেশন কার্ডের মাধ্যমে প্রতি মাসে কেন্দ্র সরকারের কাছ থেকে বিনামূল্যে রেশন পেয়ে থাকেন, তবে আপনাদের জন্য রইল একটি প্রয়োজনীয় খবর। রেশন পদ্ধতিতে কেন্দ্র সরকার একটি বড়সড় পরিবর্তন আনতে চলেছে এবং সেই সম্পর্কে অবগত করতে বিভিন্ন রাজ্যকে ইতিমধ্যে নির্দেশিকাও পাঠিয়েছে তারা। আগামী জুন মাস থেকে এই পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে। তবে কেন্দ্র সরকার দ্বারা নতুন এই পদ্ধতিটি ঘোষণা হওয়ার পরেই শুরু হয়ে গিয়েছে কেন্দ্র-রাজ্য সংঘাত।

করোনা পরবর্তী সময় থেকেই কেন্দ্র সরকার দ্বারা বিভিন্ন রাজ্যে বিনামূল্যে চাল এবং গম প্রদান করা হয়। এক্ষেত্রে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার দ্বারা এক বিশাল সংখ্যক রেশন কার্ডধারী মানুষেরা বর্তমানে এই সুবিধা পেয়ে থাকেন। তবে সম্প্রতি কেন্দ্র সরকারের নির্দেশিকা অনুযায়ী, আগামী মাস থেকে গমের পরিমাণ কমিয়ে দিয়ে বেশি পরিমাণ চাল সরবরাহ করা হবে। কয়েকটি রাজ্যে আবার গম দেওয়া পুরোপুরি ভাবে বন্ধ করা হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এবার থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে আপনারা বেশি পরিমাণ চাল এবং কম পরিমাণ গম পাবেন। এই নিয়মের ফলে উত্তর প্রদেশ, কেরালা এবং বিহারের মতো রাজ্যে গম আর পাওয়া যাবে না, যেখানে আবার দিল্লি, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, গুজরাট এবং বাংলায় এর পরিমাণ অনেকাংশে কমানো হবে। অন্যান্য রাজ্যে অবশ্য এই সংক্রান্ত কোনো রকম পরিবর্তন করা হয়নি। এই প্রসঙ্গে খাদ্য সচিব সুধাংশু পান্ডে বলেন, “নতুন নিয়মের অধীনে কয়েকটি রাজ্যে কম পরিমাণ গম সরবরাহ করা হবে। এই সময় তাদের 55 লাখ মেট্রিক টন এক্সট্রা চাল সরবরাহ করবে সরকার।”

ration

যদিও কেন্দ্রের এই নির্দেশিকার পর তাদের বিরুদ্ধে ক্ষোভ জাহির করেছে বাংলার খাদ্য দফতরের আধিকারিকরা। তাদের সঙ্গে রেশন ডিলাররাও এই বিষয়ে একই সুর তুলেছেন। বাংলার রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন এর সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, “বাংলায় মানুষ এখন দুপুরে ভাত খান আর সকালে এবং রাতে রুটি খেতে পছন্দ করেন। এক্ষেত্রে কেন্দ্র সরকার যদি গমের সরবরাহ কমিয়ে দেয়, তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকারক হবে। আমরা তাই বর্তমানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, যাতে গমের পরিমাণ পর্যাপ্ত রাখতে তারা বাধ্য হয়।”

Sayan Das

সম্পর্কিত খবর