বাংলাহান্ট ডেস্ক : বৌ-এর হাতে নৃশংস অত্যাচারের শিকার স্বামী। নারী নির্যাতনের সম্পূর্ণ উলটো ছবিও যে রয়েছে রাজস্থানের একটি ঘটনায় তা ফের সামনে এল। স্ত্রীর বিরুদ্ধে নিয়মিত শারীরিক নির্যাতনের অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন স্বামী। পুলিশ তদন্ত শুরু করেছেন। আদালত ইতিমধ্যেই সমস্ত রিপোর্ট ৭ জুন জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে।
একটি ভিডিও এরইমধ্যে সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় নির্যাতিত অজিত সিংয়ের স্ত্রী সুমনের ব্যাট দিয়ে নির্মম প্রহারের ছবি ফুটে উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত ছিল তাঁদের ৮ বছরের ছেলেও । আদালতে নিজের উপরে হওয়া হেনস্তার কথা বলতে গিয়ে অজিত জানিয়েছেন, ”আমি স্রেফ আমার ছেলের মুখের দিকে তাকিয়ে এতদিন চুপ করে ছিলাম। কিন্তু আমার স্ত্রী সব সীমা পেরিয়ে গিয়েছে।” পাশাপাশি তাঁর অভিযোগ, তাঁর শ্যালকও সুমনকে নানা সময়ে উস্কানি দিয়েছেন।
অজিত সিং জানিয়েছেন, ৯ বছর আগে প্রেম করে তাঁদের বিয়ে হয়। প্রথম প্রথম সমস্যা না থাকলেও পরে ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কোনও কারণ ছাড়াই ক্রিকেট ব্যাট বা অন্য যা কিছু হাতে পেতেন তাই দিয়েই তাঁর স্ত্রী তাঁকে মারধর করতেন বলে অভিযোগ।
আলওয়ারের পুলিশ সুপারিটেন্ডেন্ট বিপিন শর্মা জানিয়েছেন, ”আদালত এই মামলার তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। পুলিশের এক এএসআই তদন্ত শুরু করেছেন। তাঁকে ৭ জুন আদালতে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আমরা অভিযুক্তকে সমন পাঠিয়েছি তাঁর বিবৃতি নেওয়ার জন্য।” এদিকে অজিত সিংয়ের নিরাপত্তার জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার