কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত অভিনেত্রী, গুলিতে আহত ১০ বছরের শিশুও

বাংলাহান্ট ডেস্ক: ফের অশান্ত জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। বুধবার বুদগাঁও এর চাদুরা এলাকায় এক টেলিভিশন শিল্পীকে গুলি করে হত‍্যা করে জঙ্গিরা। আহত হয় তাঁর ১০ বছর বয়সী বোনপোও। ঘটনায় চাঞ্চল‍্য ছড়িয়েছে ভূস্বর্গে।

জানা গিয়েছে, নিহত মহিলার নাম আমরিন ভাট (Amreen Bhat)। বছর ৩৫ এর আমরিন ছোটপর্দার একজন শিল্পী ছিলেন। পাশাপাশি তিনি একজন গায়িকাও ছিলেন। সোশ‍্যাল মিডিয়ায় প্রায়ই নিজের গানের ভিডিও শেয়ার করতেন তিনি। পুলিস সূত্রে খবর, কুখ‍্যাত  জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবার তিন সন্ত্রাসবাদী হামলা করে আমরিনের উপরে।

IMG 20220526 010312
বুধবার রাত প্রায় ৯টা নাগাদ আমরিনের বাড়ির কাছেই তার উপরে হামলা চালায় জঙ্গিরা। তাঁর গলায় গুলি লেগেছিল বলে খবর হাসপাতাল সূত্রে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি আমরিনকে। এদিন বাড়িতে ছিল তাঁর ছোট্ট বোনপোও। তার হাতে গুলি লেগেছে বলে খবর পুলিস সূত্রে। যদিও কেন এই হামলা তা জানা যায়নি।

আমরিনের মৃত‍্যুর ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী ওমর আবদুল্লা। আমরিনের উপরে জঙ্গি হামলার ঘটনায় তিনি বিস্মিত এবং শোকতপ্ত বলে দাবি করেছেন। তিনি লেখেন, ‘নিরীহ মহিলা এবং শিশুদের উপরে হামলার কোনো ন‍্যায‍্যতা নেই। আল্লাহ তাঁকে জন্নত প্রদান করুন।’

গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছ। দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে। ছোটপর্দায় টুকটাক অভিনয় করতেন আমরিন। তবে তাঁর বেশি জনপ্রিয়তা ছিল টিকটক তারকা হিসাবে। সোশ‍্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন তিনি। কিন্তু কী কারণে হঠাৎ জঙ্গিদের নিশানায় এলেন আমরিন তা স্পষ্ট নয় এখনো।

অতি সম্প্রতি মঙ্গলবার কাশ্মীরের শ্রীনগরের সৌরা এলাকায় পুলিসকর্মী সইফুল্লা কাদরির উপরে জঙ্গি হামলার খবর মিলেছিল‌ ঘটনা স্থলে মারা যান তিনি। আহত হয় তাঁর নয় বছরের মেয়েও। তার ২৪ ঘন্টার মধ‍্যেই আবার হামলার ঘটনা উত্তেজনা বাড়িয়েছে ভূস্বর্গে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর