বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি সংক্রান্ত মামলায় বর্তমানে ক্রমশ মুখ পুড়ে চলেছে শাসকদলের। তৃণমূল নেতা থেকে শিক্ষা প্রতিমন্ত্রী এবং একাধিক শিক্ষা আধিকারিকদের জড়িত থাকার ঘটনায় তোলপাড় হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। এর মাঝেই বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী সহ তৃণমূল নেতা তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পরপর দুবার সিবিআই অফিসে হাজির হতে হয়েছে।
গতকালই ফের একবার পার্থকে হাজিরা দিতে হয় নিজাম প্যালেসে আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সিবিআইকে খোঁচা মেরে এদিন তিনি বলেন, “সিবিআই-ইডি যত ডাকবে, আমাদের ভোটের মার্জিন তত বাড়বে।”
প্রসঙ্গত, গত সপ্তাহে নিজাম প্যালেসে তলব করা হয় তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়কে আর তার ঠিক এক সপ্তাহ যেতে না যেতেই গতকাল ফের একবার সিবিআই দফতরে হাজিরা দিতে হয় তাঁকে। স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতির মামলায় দফায় দফায় একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় এবং শুধু তাই নয়, এরই মাঝে পার্থকে পুনরায় একবার সমন পাঠানো হতে পারে বলেও জল্পনা রয়েছে। এসকল কাণ্ড নিয়ে যখন বিরোধীরা শাসক দলকে একের পর এক কটাক্ষ ছুঁড়ে দিচ্ছে, ঠিক সেই সময় আসরে নামলেন মদন মিত্র।
হাওড়ার দাশনগরে একটি গণবিবাহের অনুষ্ঠানে হাজির হয়ে এদিন সিবিআই ও ইডি সহ বিজেপিকে আক্রমণ করেন তিনি। এদিন তৃণমূল নেতা বলেন, “কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যতবার আমাকে ডেকেছে, আমি গিয়েছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মত কখনোই লুকিয়ে পড়িনি। তবে আপনারা আমার কথা মিলিয়ে নেবেন যে, সিবিআই এবং ইডি যত ডাকবে, আমাদের ভোট মার্জিন তত বাড়বে। ওরা আমাদের যে বিনা কারণে তলব করছে, এটা বাংলার মানুষ জেনে গিয়েছে, আর সেই কারণে গত বিধানসভা নির্বাচনে আমি রেকর্ড ভোটে জয়লাভ করি। আর সেই মাত্রা ভবিষ্যতে আরো বাড়বে।”
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট