শিখর ধাওয়ানকে বেধড়ক মারধর করল তার বাবা, কারণটা অবাক করার মতন! ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বর্তমানে পাঞ্জাব কিংস ও ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান মাঝেমধ্যেই নানানরকম ভিডিও শেয়ার করে থাকেন তার সোশ্যাল মিডিয়া একাউন্টগুলি থেকে। কিন্তু এবার তার শেয়ার করা একটি বিশেষ ভিডিও নিয়ে আলোচনা চলছে নেট মাধ্যমে। এই বিশেষ ভিডিওটিতে শিখর ধাওয়ানের বাবাকে তার ছেলেকে লক্ষ্য করে লাথি, ঘুষি ছুড়তে দেখা যায়।

শিখর ধাওয়ান তার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এই ভিডিও শেয়ার করেছেন। শিখর ধাওয়ানের মারধর খাওয়ার এই ভিডিও দেখার পর নেটিজেনদের অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। তারা প্রশ্ন তুলেছিলেন যে কেন তাদের প্রিয় গব্বরের সাথে এমন করা হচ্ছে। তবে পুরো ভিডিওটি দেখলেই বোঝা যাবে যে গোটাটাই আসলে করা হয়েছে মজার ছলে।

 

View this post on Instagram

 

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)

সেইজন্যই শিখর ধাওয়ান নিজে তার ইনস্টাগ্রামে এই মজার ভিডিওটি পোস্ট করেছেন। এর আগেও তিনি তার বাবার সাথে মজা করে তার এরকম মার খাওয়ার অনেক ভিডিও শেয়ার করেছিলেন। এই ভিডিওতে শিখর ধাওয়ানের বাবা মহিন্দর পল মজার ছলে নিজের ছেলেকে লাথি, ঘুষি মারতে থাকেন। শিখর ধাওয়ানের দল পাঞ্জাব কিংস আইপিএলে পঞ্চদশ তম সংস্করণে প্লে অফে জায়গা করে নিতে পারেনি যার জন্য তিনি ইতিমধ্যেই পরিবারের সাথে যোগ দিয়েছেন।

আইপিএল ২০২২-এও পাঞ্জাব কিংস প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তবে তাতে শিখর ধাওয়ানের কোনও দোষ নেই। কারণ তিনি ছিলেন পাঞ্জাবের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটার। ১৪ ম্যাচ খেলে তিনি ৩৮.৩৩ গড়ে ৪৬০ রান করেছেন। কিন্তু পাঞ্জাবকে প্লে অফে তুলতে ব্যর্থ হন তিনি।

X