কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ, ভারতের ভূয়সী প্রশংসা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ সংকটে থাকা শ্রীলঙ্কার অর্থনীতিকে লাইনে আনতে সাহায্যের জন্য এগিয়ে আসছে অনেক দেশই। এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি অবদান রাখা দেশটির নাম হল ভারত। ভারত, শ্রীলঙ্কাকে ওষুধ ও খাদ্যশস্য সরবরাহ করছে। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এই কঠিন সময়ে দেওয়া সাহায্যের জন্য টুইট করে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। পরপর দুটি টুইট করেছেন বিক্রমাসিংহে। প্রথম টুইটে, তিনি লিখেছেন যে আমি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সাথে আলোচনা করেছি এবং এই কঠিন সময়ে ভারতের দ্বারা প্রসারিত সমর্থনের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার অপেক্ষায় আছি।

বিক্রমাসিংহে অন্য একটি টুইটে বলেছেন যে, কোয়াড সদস্যদের (মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া) জন্য একটি বিদেশী সহায়তা সংস্থা প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়ার প্রস্তাবে ভারত এবং জাপানের ইতিবাচক প্রতিক্রিয়ার জন্য আমি কৃতজ্ঞ।

ভারত অর্থনৈতিক সঙ্কটের কারণে প্রয়োজনীয় ওষুধের ঘাটতির সম্মুখীন হওয়া শ্রীলঙ্কাকে ২৫ টন ওষুধ পাঠিয়েছে। ভারতের দ্বারা পাঠানো ওষুধের মূল্য প্রায় ২৬ কোটি শ্রীলঙ্কা রুপি। কলম্বোতে ভারতীয় হাইকমিশন এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। ভারপ্রাপ্ত হাইকমিশনার বিনোদ কে জ্যাকব কলম্বোতে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকাওয়ালার কাছে চালানটি হস্তান্তর করেন।

আইএনএস ঘড়িয়ালে করে মানবিক সহায়তা হিসেবে শ্রীলঙ্কার জেলেদের জন্য ভারত থেকে কেরোসিন পাঠানো হয়েছে। শীঘ্রই অন্যান্য সামগ্রী সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হবে। গত মাসে, ভারত শ্রীলঙ্কার জন্য ৫০০ মিলিয়ন ডলার ঋণের সীমা বাড়িয়েছে কারণ দ্বীপ দেশটির কাছে তেল আমদানি করার জন্য বৈদেশিক মুদ্রা নেই।

শ্রীলঙ্কার একমাত্র শোধনাগার যা দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল, শুক্রবার থেকে আবার কাজ শুরু করেছে এবং এটি রাশিয়ান অপরিশোধিত তেলও পেতে শুরু করেছে। সাপুগাসকান্দা তেল শোধনাগারটি পাঁচ দশকেরও বেশি পুরনো। এর ক্ষমতা প্রতিদিন ৫০ হাজার ব্যারেল। স্বাধীনতার পর সবচেয়ে তীব্র অর্থনৈতিক সংকটের মুখে থাকা দ্বীপ দেশটি এই চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর