ব্যাট হাতে চার-ছক্কা হাঁকাচ্ছেন দিলীপ ঘোষ, সাংসদকে IPL-এ সুযোগ দেওয়ার আর্তি ভক্তদের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিজেপি নেতাদের মধ্যে বিতর্কিত মন্তব্যের কারণে হোক কিংবা শাসক দলকে তির্যক ভাষায় আক্রমণ করার মাধ্যমেই হোক না কেন, সর্বদা খবরের শিরোনামে থাকেন দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি গোটা বাংলাতেই ‘ডাকাবুকো’ হিসেবে পরিচিত। তবে রাজনীতির ময়দানে দীর্ঘদিন ধরে খ্যাতি অর্জন করলেও খেলার ময়দানে যে তাঁর বিশেষ আগ্রহ রয়েছে, তা বলা বাহুল্য। সম্প্রতি তাঁর শেয়ার করা একটি ফেসবুক ভিডিওয় সেই ঘটনাটি সামনে উঠে এসেছে আর তারপরেই কিছু ব্যক্তি দ্বারা আইপিএলে দিলীপ ঘোষের অন্তর্ভুক্তি ঘটানোর দাবিও তোলা হয়েছে।

সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতির পদ থেকে সরিয়ে সর্বভারতীয় সহ সভাপতির পদ দেওয়া হয় দিলীপকে। বর্তমানে অবশ্য তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, দেশের আটটি রাজ্যের সংগঠন মজবুত করার বিশাল দায়িত্ব পেতে চলেছেন দিলীপবাবু। স্বভাবতই, সেই কাজের জন্য বিজেপি নেতার মাথায় বিশাল চাপ রয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। তবে এদিন সেই সকল চাপ উপেক্ষা করে বেশ  স্বমেজাজেই দেখা যায় তাঁকে।

এদিন একটি ফেসবুক ভিডিও শেয়ার করেন দিলীপ ঘোষ, যেখানে ব্যাট হাতে রীতিমতো চার ও ছয় হাঁকানোর পাশাপাশি বল হাতেও সমান দক্ষতার পরিচয় মিলেছে। আসলে এদিন সকালে বকখালির মুন্সি রোডে হ্যাপি সংঘ আয়োজিত ক্রিকেট নকআউট টুর্নামেন্ট উদ্বোধন করতে পৌঁছান খড়্গপুরের বিজেপি সাংসদ আর সেখানে হাজির হয়ে ব্যাট হাতে খেলার ময়দানে নেমে পড়তে দেখা যায় তাঁকে।

রীতিমতো সোজা ব্যাটে চার ও ছয় হাঁকানোর পাশাপাশি বল করতেও দেখা মেলে আর সেই ভিডিওটি ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা জনপ্রিয় হয়ে ওঠে। বেশ কয়েকজন ব্যক্তি তাঁকে আইপিএলে খেলার জন্য আবেদনও জানান। এক ব্যক্তি মজার ছলে লেখেন, “কেকেআর ম্যানেজমেন্ট এর চোখে ভালো প্লেয়ার সবসময় বঞ্চিতই থেকে গেলো।” অপর একজন দাবি করেন, “পরের IPL এ KKR এর ফিনিশার রুপে দেখতে চাই দাদা।”

Sayan Das

সম্পর্কিত খবর