বাংলাহান্ট ডেস্ক: বলিউড (Bollywood) হোক বা দক্ষিণী ইন্ডাস্ট্রি, বিতর্ক এড়িয়ে যে তারকারা দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন তাঁদের মধ্যে অন্যতম সোনু সূদ (Sonu Sood)। বলিউডে বেশি পরিচিতি পেলেও কেরিয়ার কিন্তু দক্ষিণেই শুরু করেছিলেন তিনি। খলনায়কের চরিত্রে বেশি অভিনয় করতেন তিনি। কিন্তু তাতেই খুশি ছিলেন সোনু। অন্তত বাজে হিন্দি ছবি তো করতে হত না তাঁকে।
হ্যাঁ, সম্প্রতি এমনি দাবি করেছেন সোনু। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সবসময়ই চিত্রনাট্য নিয়ে একটু খুঁতখুঁতে। সে তামিল, তেলুগু ছবিই হোক বা হিন্দি। জঘন্য হিন্দি ছবি করার থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রিই আমাকে বাঁচিয়ে রেখেছে। নয়তো এমন একটা সময় আসে যখন মনে হয় যে শুধু একটা বড় ছবিতে মুখ দেখাতে হবে বলেই অভিনয় করছি। দক্ষিণ ইন্ডাস্ট্রি ওই পরিস্থিতি থেকে আমাকে দূরে রাখে।”
অতি সম্প্রতি তেলুগু ছবি ‘আচার্য’তে দেখা গিয়েছিল সোনুকে। আবারো খলনায়ক হিসাবেই ধরা দিয়েছিলেন চিরাচরিত সোনু। তবে বলিউডকে যে তিনি ভুলে গিয়েছেন তেমনটাও কিন্তু নয়। আগামীতে অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’ ছবিতে অভিনয় করেছেন সোনু। কবি চাঁদ বরদাইয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে।
কিছুদিন আগে বলিউড ও দক্ষিণী ছবির বিবাদের মাঝে মুখ খুলেছিলেন সোনু। তিনি বলেছিলেন, “শুধুমাত্র হিন্দিকেই ভারতের রাষ্ট্রভাষা বলা যায় না। ভারতের শুধু একটাই ভাষা আছে। সেটা হল বিনোদন। আপনি কোন ইন্ডাস্ট্রির তাতে কিছুই যায় আসে না। আপনি মানুষকে বিনোদন দিতে পারলে তারাও আপনাকে ভালবাসা, সম্মান দেবে। শুধুমাত্র ভাল সিনেমাগুলোই মানুষ গ্রহণ করে।”
পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রির ছবিগুলিরও প্রশংসা করেছিলেন সোনু। সাম্প্রতিক কালে পরপর সব ছবি ব্লকবাস্টার হিট হয়েছে। আর আর আর, কেজিএফ চ্যাপ্টার ২ এর মতো ছবির প্রশংসা করে সোনু বলেন, ভবিষ্যতে হিন্দি ছবির ধরনধারনও বদলে যাবে।