সম্প্রীতির নজির, কোমরে আঁচল গুঁজে শ্মশান কালী মন্দিরে মায়ের ভোগ রাঁধলেন নুসরত জাহান!

বাংলাহান্ট ডেস্ক: তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি বসিরহাটে (Basirhat) আসেন না। এদিক ওদিক ঘুরে বেড়ালেন নিজের কেন্দ্রেই দেখা মেলে না সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan)। কিছুদিন আগে তাই সন্ধান চেয়ে পোস্টারও পড়েছিল তাঁর নামে। তখন কোনো প্রতিক্রিয়া না দিলেও বৃহস্পতিবার বসিরহাট বাসীর সব ক্ষোভ, অভিমান দূর করে দেন নুসরত।

এদিন সকাল থেকেই নিজের কেন্দ্রের আনাচে কানাচে ঘুরে বেড়ান নুসরত। বসিরহাট কলেজে সংষ্কারের কাজ নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেছেন নুসরত। বৈঠক করেছেন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে। পাশাপাশি আধুনিক ধাঁচে ‘আই লভ বসিরহাট’ ফলকটিও গিয়ে দেখে এসেছেন অভিনেত্রী সাংসদ।

1653568370 nusrat 1
শনিবার আবারো বসিরহাটে পৌঁছে গিয়েছিলেন নুসরত। এদিন টাকি পুরসভায় বৈঠকের পর একটি সেলফি পয়েন্টেরও উদ্বোধন করেন তিনি। ‘আই লাভ টাকি’ ফলক বসেছে ইছামতী নদীর ধারে। স্থানীয় বিধায়ক, পুরপ্রশাসকদের নিয়ে সেলফি তুলে সেলফি জোনের উদ্বোধন করেন নুসরত।

এরপরেই বিকেলে বসিরহাট উত্তরের খোলাপোতা শ্মশান কালী মন্দিরে গিয়ে পৌঁছান সাংসদ অভিনেত্রী। খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর এবং গোবিন্দপুরের সংযোগস্থলে রয়েছে এই আধুনিক শ্মশান। এলাকার পাঁচ মুসলিম ভাই শ্মশানে যাওয়ার রাস্তা তৈরি করার জন‍্য নিজেদের জমি দান করে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন।

https://www.instagram.com/reel/CeG934jh6Xd/?igshid=YmMyMTA2M2Y=

এদিন নুসরত পুজোর উদ্বোধন করে ভোগ রান্নায়ও হাত লাগান। ধর্মের ভেদাভেদ, কট্টরপন্থীদের চোখ রাঙানিকে কোনোদিনই পাত্তা দেননি তিনি। এদিনও পরনের সিল্কের শাড়ির আঁচল কোমরে গুঁজে হাতা নিয়ে নিজেই হাত লাগান ভোগের খিচুড়ি রান্নায়।

বিশাল কড়াই, হাতা সামলেই আশেপাশের মানুষজনদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, হচ্ছে তো? পারছেন তো? সঙ্গে সঙ্গে সমবেত মানুষের আশ্বাস, দিব‍্যি পারছেন নুসরত। সে ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে যশ নুসরতের ফ‍্যানপেজের তরফে। নুসরতকে ‘দশভূজা’র তকমাও দিয়েছেন তাঁর অনুরাগীরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর