বাংলা হান্ট ডেস্ক: এবার সামনে এলো শিয়ালদহ মেট্রো স্টেশনের ঝাঁ চকচকে ছবি। পাশাপাশি, ছবি দেখে এটা স্পষ্ট যে একেবারে উদ্বোধনের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এই মেট্রো স্টেশন। তবে একাধিকবার এই স্টেশনের উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি শুরু হলেও পরপর পিছিয়ে যায় তারিখ। প্রথমে চলতি বছরের পয়লা বৈশাখে শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হবে বলে শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
তারপরেই ঠিক হয় যে, আগামী ৩১ মে থেকেই এই নবনির্মিত মেট্রো স্টেশন থেকে গড়াবে রেলের চাকা। এমনকি, জানা গিয়েছিল যে, ওই দিন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি উদ্বোধন করবেন শিয়ালদহ মেট্রো স্টেশনের। কিন্তু, সেই জল্পনাতেও ঘটেছে অবসান। শুধু তাই নয়, একটি অফিশিয়াল বিবৃতি দিয়ে বুধবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর অন্তর্গত শিয়ালদহ স্টেশনের উদ্বোধনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১৬ ও ১৭ মার্চ কমিশনার অফ রেলওয়ে সেফটি শিয়ালদহ মেট্রো স্টেশন ও তার সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন। পাশাপাশি, মাস দু’য়েক আগেই বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণের জন্য মিলেছে রেলওয়ে কমিশনার অফ সেফটির ছাড়পত্র। এমতাবস্থায়, কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে যে, সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখার পর পরের ৩ মাসের মধ্যে যে কোনো দিন শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি।
এদিকে, এই পরিষেবা শুরু হলে যাত্রীদের প্রচুর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হলে একদিকে যেমন বাড়বে যাত্রী সংখ্যা অপরদিকে লাভের পরিমান বাড়বে বলেও আশা করছে কর্তৃপক্ষ। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে ফুলবাগান স্টেশন পর্যন্ত দূরত্ব হল মাত্র ২.৩০ কিলোমিটার। আপাতত শিয়ালদহ স্টেশনের যে কাজগুলির উপরে অতিরিক্ত জোর দেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল রেকের দরজা এবং প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের মধ্যে সমন্বয়।
প্রসঙ্গত উল্লেখ্য, শিয়ালদহে মাটির ১৬.৫ মিটার নীচে রয়েছে মেট্রোর লাইন। পাশাপাশি, রয়েছে মোট ৩টি প্ল্যাটফর্ম। এছাড়াও, স্টেশনে থাকছে ৯ টি সিঁড়ি ও ১৮ টি এসক্যালেটর। যাত্রীদের সুবিধার জন্য রয়েছে ২৭ টি টিকিট কাউন্টার ও ৫ টি লিফট।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট