ফ্লপ নায়ক অমিতাভকে নিয়েই ছবি, সবার বিরুদ্ধে গিয়ে বাড়ি, গয়না বন্ধক রেখে ‘জঞ্জির’ বানিয়েছিলেন পরিচালক

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের স্তম্ভ সম অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। দশকের পর দশক ধরে কাঁপিয়েছেন ইন্ডাস্ট্রি। ৮০ র দোরগোড়ায় দাঁড়িয়েও এক নাগাড়ে কাজ করে চলেছেন। সুদীর্ঘ কেরিয়ারে তাঁর অন‍্যতম জনপ্রিয় ছবি ছিল ‘জঞ্জির’ (Zanjeer)। কিন্তু জানেন কি প্রথমে এই ছবিতেই অমিতাভকে নেওয়ার জন‍্য পাঁচ কথা শুনতে হয়েছিল পরিচালক প্রকাশ মেহরাকে।

সম্প্রতি স‌ংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে পরিচালকের ছেলে পুনীত জানান, ‘জঞ্জির’ ছবির চিত্রনাট‍্যটি ধর্মেন্দ্রর থেকে নিয়েছিলেন তাঁর বাবা। প্রথমে তিনি গিয়েছিলেন রাজ কুমারের কাছে। তিনি তখন হায়দ্রাবাদে একটি ছবির শুটিংয়ে ব‍্যস্ত। তাই জঞ্জির এর শুটিংও হায়দ্রাবাদে করতে চেয়েছিলেন তিনি।

Amitabh Bachchan janjir
তারপর পরিচালক যান দেব আনন্দের কাছে। তিনি আবার চেয়েছিলেন গান। কিন্তু নারাজ ছিলেন প্রকাশ মেহরা। গোমড়া মুখো পুলিসের কাহিনি। সে কিনা গানে নাচ করবে! ব‍্যস দেব আনন্দও বাদ। নায়ক খোঁজার জন‍্য ইন্ডাস্ট্রিতে হন‍্যে হয়ে ঘুরেছিলেন পরিচালক। প্রথম সারির কোনো নায়ককেই পছন্দ হয়নি।

শেষে পরিচালককে উদ্ধার করতে এগিয়ে আসেন খলনায়ক প্রাণ সাহেব। তিনি পরামর্শ দেন, একবার ‘বম্বে টু গোয়া’ ছবিটা দেখতে। সেখানেই হয়তো নায়ককে পেয়ে যেতে পারেন তিনি। দুজনে একসঙ্গে গিয়েছিলেন ছবিটি দেখতে। একটি দৃশ‍্যে নাকি ‘পেয়ে গিয়েছি’ বলে চিৎকার করে উঠেছিলেন প্রকাল মেহরা।

কিন্তু পরিচালকের এমন সিদ্ধান্তে হতবাক হয়ে গিয়েছিলেন অন‍্যান‍্যরা। তখন অমিতাভ সব ফ্লপ ছবির নায়ক। দর্শকরা মেনেও নেননি ছয় ফুটের অভিনেতাকে। আর তাঁকেই কিনা ছবির নায়ক বানিয়ে নিলেন প্রকাশ মেহরা! তিনি কি উন্মাদ হয়ে গেলেন নাকি?

কিন্তু সিদ্ধান্তে অনড় থেকেছিলেন প্রকাশ। বাড়ি বন্ধক দিয়ে, স্ত্রীয়ের গয়না বন্ধক রেখে জঞ্জির ছবিটি তৈরি করেছিলেন তিনি। ছবি মুক্তির পর প্রথম সপ্তাহে অত‍্যন্ত নেতিবাচক প্রতিক্রিয়া এসেছিল। কিন্তু পরবর্তীকালে খেলা ঘুরে যায়। অমিতাভের অ্যাংরি ইয়ং ম‍্যান লুক তখন আইকনিক হয়ে উঠেছিল।


Niranjana Nag

সম্পর্কিত খবর