বাংলাহান্ট ডেস্ক: কত অদ্ভূত অদ্ভূত খাদ্যাভ্যাসের কথাই না শোনা যায় মানুষের। এক কথায় মানুষ হল সর্বভুক। শাকপাতা থেকে শুরু করে মাছ, মাংস, ডিম কিছুই বাদ যায় না মানুষের খাদ্য তালিকা থেকে। কিন্তু তাই বলে হাতির মলের জুস (Elephant Poop Juice)! হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবেই এমন জিনিস খেয়েছেন একজন।
রোডিজ (Roadies) সিজন ১৮ তে ঘটেছে এমন ঘটনা। দক্ষিণ আফ্রিকায় চলছে জনপ্রিয় রিয়েলিটি শোয়ের নতুন সিজনের শুটিং। আগের সিজনগুলির তুলনায় এবারের সিজন অনেক বেশি কঠিন। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কঠিন থেকে কঠিন তম সব টাস্কে জিততে হচ্ছে প্রতিযোগীদের।
সম্প্রতি এমনি একটি টাস্কের সম্মুখীন হয়েছিলেন সিমি তালসানিয়া (Simi Talsania)। রোডিয়ামস অর্থাৎ ডিজিটাল কয়েন সংগ্রহ করার জন্য হাতির মলের জুস পর্যন্ত পান করতে হয়েছে তাঁকে। শোতে টিকে থাকতে যথেষ্ট পয়েন্ট পাওয়ার জন্যই এমন ঘৃণ্য কাজও করতে বাধ্য হয়েছিলেন সিমি।
ব্যাপারটা খোলসা করেই বলা যাক। প্রতিযোগীদের শেষ পর্যন্ত টিকে থাকতে হলে নানান কঠিন টাস্ক সম্পূর্ণ করতে হয়। সাম্প্রতিক টাস্কে প্রতিযোগীদের খালি হাতে হাতির মল নিয়ে সেটাকে চিপে জুস বের করতে বলা হয়। সঞ্চালক সোনু সূদ ঘোষনা করেন, যে হাতির মল থেকে বের করা ওই জুস খেতে পারবে সে আরো কিছু অতিরিক্ত রোডিয়ামস পাবে।
শেষমেষ সিমি তালসানিয়া সেই দুঃসাহসিক কাজ করে দেখান আর জিতে নেন অতিরিক্ত ৫০০ পয়েন্ট। সিমির কাণ্ড অন্যান্য প্রতিযোগীদের হতবাক করে দিয়েছিল। অনেকে তাঁকে প্রশ্নও করেছিলেন, জিনিসটা খেতে কেমন লাগল? উত্তরে সিমি জানান, অত্যন্ত জঘন্য!
হাতির মলের জুস খেয়েই ৫০০ রোডিয়ামস অতিরিক্ত পেয়ে যান সিমি। এখন প্রশ্ন উঠবে এই ‘রোডিয়াম’ কী? এটি হল ডিজিটাল কয়েন, যা প্রতিযোগীদের দৌড়ে টিকে থাকতে সাহায্য করছে। আর এই সাহসী কাজ করে সিমি যে লক্ষ্যের দিকে অনেকটাই এগিয়ে গেল তা বলা বাহুল্য।