বাংলা হান্ট ডেস্কঃ প্রকল্প ঘোষণা করার পাশাপাশি নিজের হাতে করেছিলেন উদ্বোধন আর এবার সেই দমদম মেট্রো স্টেশন থেকেই গায়েব হয়ে গেল উদ্বোধনকারীর নাম! তিনি আর অন্য কেউ নন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মে উদ্বোধনী ফলক থেকে মুখ্যমন্ত্রীর নাম গায়েব হয়ে যাওয়ার খবর সামনে আসতেই মেট্রো কর্তৃপক্ষের সমালোচনায় সোচ্চার হয়ে উঠেছে সকলে।
আসলে 2010 সালে রেল মন্ত্রী থাকাকালীন দমদম থেকে বরানগর-দক্ষিণেশ্বর মেট্রোর রুট সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেন বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসময় উদ্বোধনী ফলকে বাংলা, ইংরেজি এবং হিন্দি তিন ভাষাতেই খোদাই করা হয় তাঁর নাম। তবে বর্তমানে এই ফলকটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে, এমনকি বাংলা এবং ইংরেজিতে মুখ্যমন্ত্রীর নাম পর্যন্ত হয়েছে গায়েব! এ সকলের মাঝে শুধুমাত্র নিজের অস্তিত্ব জানান দিয়ে চলেছে হিন্দিতে ‘ব্যানার্জি'(মমতা ব্যানার্জি) শব্দটি। আর এই খবরটি জানাজানি হওয়ার পর অনেকেই কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনা সোচ্চার হয়ে উঠেছে।
মেট্রো আইএনটিটিইউসি সংগঠনের পক্ষ থেকে বর্তমানে মেট্রোর operation manager-কে একটি চিঠিও প্রদান করা হয়েছে। প্রসঙ্গত, রেল মন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় একাধিক মেট্রো প্রকল্পের সূচনা করেন, তার মধ্যেই 2010 সালের 2 রা জানুয়ারি দমদম প্রকল্পের উদ্বোধন হয়। তবে যার দ্বারা সেই কাজ শুরু হয়েছিল, তাঁর নামই উদ্বোধনী ফলক থেকে উধাও হতে দেখে ক্ষুব্ধ সকলে। এক মেট্রো যাত্রীর মতে, “দমদমের এই প্রকল্পটি যিনি সূচনা করেন, তাঁর নামই এদিন উধাও! মেট্রো স্টেশনে এত কর্মী থাকা সত্ত্বেও কেউ বিষয়টি নিয়ে পদক্ষেপ করছে না।”
এই প্রসঙ্গে আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক সমীর বেরা বলেন, “উদ্বোধনী ফলক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উধাও হয়ে যাওয়ায় তাঁর অপমান করা হয়েছে। তাই আমরা বর্তমানে কর্তৃপক্ষের কাছে একটি চিঠি দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।”