বাংলা হান্ট ডেস্ক: বিশ্বজুড়ে প্রতিদিন হাজার হাজার ঘটনা সামনে আসে। যদিও, সেগুলির মধ্যে এমন কিছু ঘটনা থাকে যেগুলি আর পাঁচটা সাধারণ ঘটনার তুলনায় সম্পূর্ণ আলাদা হয়। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে সেগুলি রীতিমতো বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ে। সম্প্রতি ঠিক সেইরকমই এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। যা শোনার পরে হইচই পড়ে গিয়েছে সর্বত্র।
প্রতিটি মানুষের কাছেই তাঁদের পরিবার সবার আগে গুরুত্ব পায়। কিন্তু, সেই পরিবারেরই কেউ যখন বিপদ ঘটান তার চেয়ে বড় দুঃখ আর কিছু হয়না। মূলত, আমরা যে ঘটনাটির প্রসঙ্গ এই প্রতিবেদনে উপস্থাপিত করছি তা রীতিমতো সকলের কাছেই অকল্পনীয়। সম্প্রতি এক ব্যক্তির জীবনে কার্যত “বিনা মেঘেই বজ্রপাত” ঘটে গিয়েছে। আর তার জন্য দায়ী তাঁর দাদু এবং প্রেমিকা!
ঠিক কি ঘটেছে?
জানা গিয়েছে যে, “স্টার্কস১৪০০” নামে এক টিকটক ব্যবহারকারী সম্প্রতি জানতে পেরেছেন যে, তিনি যাকে এত দিন নিজের ছেলে বলে জেনে এসেছেন সে আসলে তাঁর কাকা! হ্যাঁ প্রথমে শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এইরকমই এক ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। মূলত, তাঁর নিজের দাদুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তাঁর প্রেমিকার। যার ফলে তিনি যাকে এতদিন নিজের ছেলে ভাবতেন সে আসলে তাঁর দাদু এবং প্রেমিকার সন্তান।
এদিকে, এই নজিরবিহীন ঘটনার প্রসঙ্গ তিনি নিজেই একটি টিকটক ভিডিওর মাধ্যমে সকলের সামনে উপস্থাপিত করেন। পাশাপাশি, তিনি জানিয়েছেন, ‘‘আমি জানতে পারলাম যে, আমার ছেলে আসলে আমার কাকা। আমি যখন আমার দাদুর সঙ্গে থাকতাম তখনই আমার প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর।’’
এদিকে, এই ঘটনা সামনে আসার পর বাকরুদ্ধ হয়ে পড়েছেন নেটিজেনরাও। এমন ঘটনাও যে ঘটতে পারে তা কার্যত বিশ্বাসই করতে পারছেন না কেউই। পাশাপাশি, ওই ব্যক্তির প্রতি সমবেদনা জানিয়েছেন নেটাগরিকরা। যদিও, ঘটনার পরিপ্রেক্ষিতে ওই পরিবারের পরিস্থিতি এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা অবশ্য জানা যায়নি।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট