বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত বলিউড গায়ক কেকে (KK)। নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠানে গান গাওয়ার পর ঘন্টা কয়েক পরেই প্রয়াত হন গায়ক। অসুস্থ হয়ে পড়েন কেকে। সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন গায়ককে। বয়স হয়েছিল ৫৪ বছর।
এখনো বিশ্বাস হচ্ছে না অনুরাগীদের। কলকাতায় পরপর গানের অনুষ্ঠান করছিলেন তিনি। এদিন নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠানে গান গাইছিলেন তিনি। অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ বোধ করছিলেন কেকে। কিন্তু গান মাঝপথে বন্ধ করে দেননি।
এদিন অনুষ্ঠান চলার সময়েই অস্বস্তি বোধ করছিলেন কেকে। মঞ্চের উপরে দরদর করে ঘামছিলেন গায়ক। গরম লাগছিল বলে মঞ্চের কাছে দুটি স্পটলাইট নেভাতে বলেন। প্রচণ্ড ঘামছিলেন গায়ক। একাধিক বার গানের মাঝে ঘাম মুছতে, জল খেতে দেখা গিয়েছিল তাঁকে।
শো শেষের পর গ্র্যান্ড হোটেলে ফিরে যান গায়ক। সেখানে পৌঁছেই আরো অসুস্থ হয়ে পড়েন তিনি। হোটেলকর্মীদের জানিয়েছিলেন অসুস্থতার কথা। নিজের রুমে গিয়ে লুটিয়ে পড়েছিলেন গায়ক। সঙ্গে সঙ্গে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছালে তাঁকে মৃত বলে ঘোষনা করা করেন জরুরি বিভাগের চিকিৎসকরা। মনে করা হচ্ছে, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টের জেরেই মৃত্যুমুখে পতিত হয়েছেন কেকে। তাঁর কপালে আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করছে পুলিস।
বলিউডের জনপ্রিয়তম গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। তবে সকলে একডাকে চিনতেন কেকে বলে। দীর্ঘ সঙ্গীত কেরিয়ার। অগুন্তি গান গেয়েছেন হিন্দি, বাংলা, কন্নড়, তামিল, তেলুগু, মরাঠি, অসমিয়া, গুজরাটি ভাষায়। উপহার দিয়েছেন কতশত সুপার ডুপার হিট গান। আরো গান গাওয়ার ছিল। কিন্তু সময় দিলেন না কেকে।