‘দিলীপ ঘোষ সাইকো!” KK-র মৃত্যু নিয়ে প্রশ্ন তোলায় বিজেপি নেতাকে আক্রমণ মদন মিত্রের

বাংলাহান্ট ডেস্ক : কেকে-র অকাল প্রয়াণে বৃহস্পতিবার সকালেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন দিলীপ ঘোষ। এবার দিলীপকে পাল্টা জবাব দিলেন মদন মিত্রও। মদনের কথায়, ‘দিলীপ ঘোষ একটা পাগল। কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া আর পাগলকে পাগল বলতে নেই। তাই আমি কিছু বলছি না। আমার সঙ্গে দেখা হলে সাইকো দিলীপকে গান শোনাব—‘ কেয়া করু সজনী, আয়ে না বালাম।’

আজ সকালে সাংবাদিকদের প্রশ্নে দিলীপ ঘোষ বলেন ‘সংগীতশিল্পী কেকে-কে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে, এটা দুর্ঘটনা নয়, এটা হত্যা। এর তদন্ত হওয়া উচিত। সেই হত্যার অপরাধবোধ থেকেই রাজ্যের তরফে দেওয়া হয়েছে গান স্যালুট।’ কার্যত গোটা ঘটনার দায় তৃণমূলের ঘাড়েই চাপান দিলীপবাবু।

তাঁর কথায়, ‘অমিত শাহ একবার বলেছিলেন, ‘বাঙ্গাল মে যাওগে তো মর যাওগে।’ আজ বাংলায় এসে লোকটা বেঘোরে মরে গেল। একটা লোককে হত্যা করা হল। এটা কলেজের প্রোগ্রাম নয়। তৃণমূল পার্টির প্রোগ্রাম। ওরা লোক জড়ো করেছে। নেতারা অর্গানাইজ করেছে। ওঁকে দিয়ে জোর করে একের পর এক গান গাইয়েছে। উনি পারছিলেন না। ঘাম দিচ্ছিল। চলে যেতে চাইছিলেন। ওঁকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। এটা হত্যা।’

প্রসঙ্গত, দিলীপ ঘোষকে সেন্সর করেছে বিজেপি। বলে দেওয়া হয়েছে পার্টি নিয়ে আর কোনও কথা সংবাদমাধ্যমে বলা যাবে না। দিঘা থেকে মদন মিত্র মজা করে বলেন, ‘দিলীপের কানে এখন হেডফোনে একটা গান বাজে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে! কিন্তু দিলীপের মুখ, পরাণ সব বেঁধে দিয়েছে বিজেপি। তাই এখন আবোলতাবোল যা পারছেন তাই বকছেন।’ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, যেহেতু দিলীপ ঘোষকে সেন্সর করেছে বিজেপি তাই এই একটা ইস্যু নিয়েই এখন তৃণমূলকে কটাক্ষ করতে চাইছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি।

Sudipto

সম্পর্কিত খবর