বাংলাহান্ট ডেস্ক : কলেজ ফেস্ট নিয়ে বড় সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেসে। আর কোনওরকম বাড়াবাড়ি নয় কলেজ ফেস্টে। তৃণমূলের ছাত্র পরিষদ নেতৃত্বকে কড়া বার্তা দিল তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্র মারফৎ জানা যাচ্ছে, আগামী দিনে কলেজ ফেস্ট ঘিরে সমস্ত রকম উচ্ছ্বাস, আনন্দ, খরচ কম করার নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস।
জানা যাচ্ছে, গত মঙ্গলবার নজরুল মঞ্চে কেকে-র অনুষ্ঠানের আগেই সৃষ্টি হয় ভয়ংকর বিশৃঙ্খলা ছড়ায়। গুরুদাস কলেজের টিএমসিপি ইউনিট এই অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানের আয়োজন ঘিরেই যাবতীয় বিতর্ক দানা বাঁধছে। অনুষ্ঠানের পর কেকে-র মৃত্যু ঘিরে যে বিতর্ক উঠেছে তাতে এই বিশৃঙ্খলা আরও আবহাওয়া গরম করেছে।
ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কে নেবে এই মারাত্মক দুর্ঘটনার দায়? জানা যাচ্ছে সেদিন নজরুল মঞ্চে শুধু গুরুদাস কলেজের পড়ুয়ারা উপস্থিত ছিল এমন নয়। হাজির হয়েছিল প্রচুর বহিরাগতও। আর যার কারণেই নজরুল মঞ্চের ভিড়কে সেদিন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নি। সূত্র মারফত জানা যাচ্ছে, নজরুল মঞ্চে মোট আসনসংখ্যা আড়াই হাজারের নীচে, সেখানে ওই দিন ভিড় হয় প্রায় ৭০০০ বেশি। অত ভিড় তার উপর বিকল এসি। ৭টা দরজার ৫টা খোলা থাকলেও তাতে লাভের লাভ কিছুই হয় নি। সৃষ্টি হয় একটা দমবন্ধকর পরিস্থিতি। আর এরপরই শো শেষেই অসুস্থ হয়ে পড়েন শিল্পী। শারীরিক ভাবে বিধ্বস্ত কেকে-কে হোটেলে নিয়ে যাওয়া হয়। এর পর রুমের সোফায় বসতে গিয়ে তিনি পড়েও যান বলে খবর। সত্ত্বর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসকরা কেকে’কে মৃত বলে ঘোষণা করেন।
গোটা ঘটনায় নজরুল মঞ্চের চরম অব্যবস্থা, বিশৃঙ্খলার প্রতিই উঠছে অভিযোগের তীর। অভিযোগে সরব হয়েছেন সেদিন দর্শকবৃন্দ থেকে শুরু করে অন্যান্য শিল্পী এবং চিকিৎসক মহলও। বিরোধী রাজনৈতিক দলগুলি একের পর এক তোপ দাগছে সরকারের দিকে। বলিউডের শিল্পীকে কলকাতায় ডেকে ‘খুন’ করা হয়েছে বলেও অভিযোগ করেছে তারা। প্রশ্ন উঠেছে, এত খরচ করে বলিউডের শিল্পীকে নিয়ে আসা একটা কলেজের পক্ষে সম্ভব কিভাবে? এট টাকা আসছেই বা কোথা থেকে? দলীয় সূত্রে খবর, পুরো বিষয়টিতে অত্যন্ত ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এইরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তার জন্যই তৃণমূল ছাত্র পরিষদকে কড়া বার্তা দিল তৃণমূলের সর্ব ভারতীয় নেতৃত্বের।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার